Logo
Logo
×

বিনোদন

জীবনসঙ্গী খুঁজছেন অভিনেত্রী বাঁধন

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৫:৫৮ পিএম

জীবনসঙ্গী খুঁজছেন অভিনেত্রী বাঁধন

আজমেরী হক বাঁধন। ছবি: সংগৃহীত

সদ্যই ৪২-এ পা দিয়েছেন। শোবিজে নিজেকে এগিয়ে রেখেছেন আপন গতিতে। অভিনয়শৈলী, রূপে-লাবণ্যে পেয়েছেন সাফল্যের ঝলক। কিন্তু ক্যারিয়ারে চাকচিক্যের ঝাপটা লাগলেও ব্যক্তিগত জীবনে রয়ে গেছে খানিকটা অপূর্ণতা।

জীবনের এই বাঁকে এসে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ঈষৎ আক্ষেপ রয়েছে। কিন্তু কী সেই অপূর্ণতা বাঁধনের? এই মুহূর্তে সিঙ্গেল মাদার হিসেবে জীবনযাপন করছেন অভিনেত্রী বাঁধন। একমাত্র মেয়ে মিশেল আমানি সায়রাকে নিয়েই কাটছে তার জীবন। কাজেই অভিনেত্রীর আক্ষেপটা কোথায়, তা আর বুঝতে বাকি নেই।

গত সোমবার অভিনেত্রীর ৪২তম জন্মদিনে মোটামুটি খোলাসা করে বাঁধন জানিয়েছিলেন, তার মেয়ে সায়রা চায় মায়ের জীবনে কেউ আসুক। সম্প্রতি গণমাধ্যমের মুখোমুখি হয়েও বিষয়টি নিয়ে সোজাসুজি জানালেন, আবার নতুনভাবে পথচলা শুরু করতে চান।

মেয়ের বায়না তুলে ধরে বাঁধন বললেন, ‘আমার মেয়ে তো এখন বড় হয়েছে। মায়ের সবকিছুই একা করতে হয়, কষ্ট করতে হয়, যুদ্ধ করতে হয়, ও বুঝছে। সবকিছু দেখে মেয়ের মনে হয়েছে, মায়ের একজন সঙ্গী দরকার।’

বাঁধন বলেন, ‘এখন অনেক বেশি মনে করি যে একজন জীবনসঙ্গী থাকতেই পারে।’

গতকাল বৃহস্পতিবার থেকেই বাধনকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা। এর ফলে অনেকেই বাধনের সঙ্গে একমত প্রকাশ করে ফেসবুকে পোস্ট করেন। আবার কেউ কেউ তার ব্যাপক সমালোচনা করেন।

কেউ বাধনের ছবি পোস্ট করে মজার ছলে বলেন, আমাকে বিয়ে করতে পারেন আপা। আমি সিঙ্গেল আছি। কেউবা তার ছবি পোস্ট করে বলেন, ভালো সিদ্ধান্ত আপা। দ্রুত বিয়ে করে ফেলেন। তাহলে চলার পথ আরও সহজ হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন