Logo
Logo
×

বিনোদন

মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘দরদ’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৪, ০৪:৩৯ পিএম

মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘দরদ’

মুক্তি পাচ্ছে শাকিব খানের ‘দরদ’

শাকিব খানের আসন্ন ছবি ‘দরদ’ মুক্তি পেতে থাকল না আর বাধা; আর মাত্র অল্প কয়েকদিনের অপেক্ষা। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডে প্রশংসিত হয়েছে ছবিটি।

বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন নির্মাতা অনন্য মামুন নিজে। একইসঙ্গে ‘দরদ’ মুক্তির তারিখও জানিয়ে দিয়েছেন নির্মাতা।

মুক্তির অনুমতি পাওয়ায় খুশি ছবিটির পরিচালক অনন্য মামুন। এর আগে জানান, প্রচার শুরু হয়েছে। দু-এক দিনের মুক্তির দিনক্ষণও জানিয়ে দেব। ছবিটি নিয়ে আমাদের ভিন্ন রকম পরিকল্পনা আছে।

এরপর মঙ্গলবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দরদ’র মুক্তির তারিখ জানিয়ে নির্মাতা লেখেন, অপেক্ষার শেষ! মোস্ট ওয়ান্টেড দুলু মিয়া আসছে, বিশ্বব্যাপী ১৫ নভেম্বর।

এদিকে চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি ও চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের অন্যতম সদস্য কাজী হায়াৎ বলেছেন, কোনো ধরনের কাটাছেঁড়া ছাড়াই ‘দরদ’ পাস করেছে। এটি প্রেমের ছবি, দেখে আমার কাছে ভালো লেগেছে। এটিকে আমি ভালো ছবি বলতে স্বাচ্ছন্দ্যবোধ করব। দায়িত্বশীল পদে থেকে এর বেশি কিছু আমি বলতে পারব না।

অন্যদিকে শাকিব খানের ফেসবুক পেজ থেকে সন্ধ্যায় কয়েকটি লুকের একটি ছবি কোলাজ পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, দরদ ভরা ভালোবাসা নিয়ে সে আসছে ।

প্রসঙ্গত, সাইকো-থ্রিলার ধাঁচের সিনেমা ‘দরদ’ নির্মাণ হয়েছে যৌথ প্রযোজনায়। সেখানে শাকিবের সঙ্গে অভিনয় করছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান।

শাকিব-সোনাল ছাড়াও আছেন পশ্চিম বাংলার পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী, রাজেশ শর্মা, অলোক জৈন ও বলিউডের রাহুল দেব। বাংলাদেশ থেকে আছেন এলিনা শাম্মী, ইমতু রাতিশ, সাফা মারিয়াসহ অনেকে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন