Logo
Logo
×

বিনোদন

প্রেক্ষাগৃহে সালমান শাহর তিন সিনেমা, কোথায় কোনটি চলছে?

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম

প্রেক্ষাগৃহে সালমান শাহর তিন সিনেমা, কোথায় কোনটি চলছে?

ছবি : সংগৃহীত

বাংলাদেশি চলচ্চিত্র জগতের জনপ্রিয় এক নায়ক সালমান শাহ।  তিন দশকেরও আগে না ফেরার দেশে পাড়ি জমানো এই অভিনেতাকে নিয়ে ভক্তদের আগ্রহ এখনো যেন সেই আগের মতোই আছে। তার সিনেমাগুলো এখনো প্রায়ই দেশের কোনো না কোনো প্রেক্ষাগৃহে প্রদর্শিত হয়। তারই ধারাবাহিকতায় এবার এই অভিনেতাকে ঘিরে সপ্তাহব্যাপী বিশেষ আয়োজন করেছে পুরান ঢাকার মাল্টিপ্লেক্স লায়ন সিনেমাস। 

‘ফিরে দেখি সালমান শাহ’ শিরোনামে আয়োজিত এই উদ্যোগে বড় পর্দায় সালমান শাহ অভিনীত দর্শকপ্রিয় তিনটি সিনেমা দেখানো হচ্ছে। ছবিগুলো হল ‘স্বপ্নের পৃথিবী’, ‘অন্তরে অন্তরে’ ও ‘সত্যের মৃত্যু নেই’। ছবি তিনটির পরিচালক যথাক্রমে বাদল খন্দকার, শিবলী সাদিক ও ছটকু আহমেদ। 

এই আয়োজন প্রসঙ্গে এক ভিডিও বার্তায় লায়ন সিনেমাস কর্তৃপক্ষ জানায়, ‘কিছু নায়ক শুধু সিনেমায় আসেন, আর কিছু নায়ক পুরো চিত্রজগৎটাই বদলে দেন। সালমান শাহ তেমনই একজন। তার নাম হয়ে উঠেছিল একটি পুরো প্রজন্মের অনুভূতি। তার বিদায় আজও লাখ লাখ সিনেমাপ্রেমীকে কাঁদায়। লায়ন সিনেমাসে আবারও বড় পর্দায় তার সিনেমা দেখার সুযোগ এসেছে।’ 

জানা গেছে, বিশেষ এই আয়োজনে প্রতিদিন প্রতিটি চলচ্চিত্রের দুটি করে শো প্রদর্শিত হচ্ছে। এটি ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন