Logo
Logo
×

বিনোদন

সিনেমাকে ‘বিদায়’ জানালেন অনন্ত-বর্ষা

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৬ জানুয়ারি ২০২৬, ০৭:৫৪ পিএম

সিনেমাকে ‘বিদায়’ জানালেন অনন্ত-বর্ষা

ছবি : সংগৃহীত

অভিনয়ের পাশাপাশি অনন্ত জলিলের আরও একটি বড় পরিচয় তিনি একজন গার্মেন্টস ব্যবসায়ী। কিন্তু বর্তমানে তার ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না। ফ্যাক্টরিতে কর্মীসংখ্যা কমে তিন ভাগের এক ভাগে এসে ঠেকেছে। তাই এবার সিনেমা ছেড়ে ব্যবসায় সব মনোযোগ দিতে চান ‘মোস্ট ওয়েলকাম’খ্যাত এ অভিনেতা ও প্রযোজক। 

এ কারণে সিনেমায় আপাতত কাজ না করার সিদ্ধান্ত নিয়েছেন অনন্ত জলিল ও তার স্ত্রী বর্ষা। সম্প্রতি অনন্ত জলিল নিজেই এই ঘোষণা দেন। সেক্ষেত্রে এই জুটিকে নিয়ে নির্মিতব্য ছবিগুলোর ভবিষ্যৎ এখন অনিশ্চয়তার মুখে পড়ে গেছে। 

অনন্ত বলেন, ‘সিনেমা করলেও সিনেমার জন্য পাগল ছিলাম না। বিজনেস মাইন্ডের হওয়ায় শুটিংয়ের ফাঁকে ব্যবসার খোঁজ নিতাম। ব্যবসার একটা ভালো অবস্থায় না যাওয়া পর্যন্ত আমার সিনেমায় যাওয়া এখন ঠিক হবে না। যখন কোনো কাজে সংকট থাকে, সেই কঠিন সময় কাটিয়ে উঠতে আমি সেদিকে ফোকাস করি। এটা আমার ক্যারেক্টার। এখন ব্যবসা ভালো যাচ্ছে না, এদিকে নজর না দিয়ে সিনেমা নিয়ে পড়ে থাকলে সামনে আরও কঠিন অবস্থায় পড়ে যাব।’ 

দেড় যুগ আগে বড় পর্দায় অভিষেক করেন অনন্ত জলিল। এরপর থেকে প্রতিটি ছবিতেই তার স্ত্রীর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন তিনি।  অনন্ত বলেন, ‘যখন সিনেমা করব, আবার একসঙ্গে করব। না করলে দুজনের কেউ করব না। এটা তো আমাদের পেশা না, আমরা শখে কাজ করি।’ 

বর্তমানে এ জুটির দুটি সিনেমার শুটিং এখনো পুরোপুরি শেষ হয়নি। ছবিগুলোর ভবিষ্যত সম্পর্কে এই অভিনেতা বলেন, ‘যদি কখনো ভালো সময় আসে করব, নইলে না।’ উল্লেখ্য, অনন্ত জলিলের ‘নেত্রী দ্য লিডার’ এবং ‘অপারেশন জ্যাকপট’ দুটি সিনেমার শুটিং এখনো শেষ হয়নি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন