ওড়িশার প্রখ্যাত সুরকার ও গীতিকার অভিজিৎ মজুমদার মারা গেছেন। রোববার (২৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে ওড়িশার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে ওড়িশার সংগীত ও চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বছরের ৪ সেপ্টেম্বর থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। হাইপারটেনশন, হাইপো-থাইরয়েড এবং ক্রনিক লিভারের মতো একাধিক জটিলতায় ভুগছিলেন এই গুণী শিল্পী। দীর্ঘ কয়েক মাসের চিকিৎসায় কখনো শারীরিক অবস্থার উন্নতি হয়েছে, আবার কখনো অবনতি।
ভক্তদের আশা ছিল তিনি সুস্থ হয়ে ফিরে আসবেন। কিন্তু শনিবার রাত থেকে তার অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। অবশেষে আজ সকালে সব চেষ্টা ব্যর্থ করে তিনি পাড়ি জমান পরপারে।
১৯৯১ সালে ওড়িশার সংগীত জগতে যাত্রা শুরু করেন অভিজিৎ মজুমদার। তবে ২০০০ সালের পর থেকে তার সৃজনশীল সুর ও কথার জাদু ছড়িয়ে পড়তে থাকে সাধারণ মানুষের হৃদয়ে। দীর্ঘ ক্যারিয়ারে তিনি প্রায় ৭০০-এর বেশি গান লিখেছেন এবং সুর করেছেন।
তার উল্লেখযোগ্য কাজগুলোর মধ্যে রয়েছে- ‘লাভ স্টোরি’, ‘সিস্টার শ্রীদেবী’, ‘গোলমাল লাভ’, ‘মিস্টার মাজনু’, ‘শ্রীমান সুরদাস’ এবং ‘সুন্দরগড় কা সলমন খান’-এর মতো সুপারহিট সিনেমা। চলতি বছরই তার সুর করা ছবি ‘পগলু’ মুক্তি পাওয়ার কথা রয়েছে, যা এখন তার শেষ স্মৃতি হয়ে রইল।
অভিজিৎ মজুমদারের মৃত্যুতে ওড়িশার মুখ্যমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ গভীর শোক প্রকাশ করেছেন। তিনি তার শোকবার্তায় লেখেন, “সিনেমা, সংগীত ও সাংস্কৃতিক ক্ষেত্রে এটি এক অপূরণীয় ক্ষতি।”



