Logo
Logo
×

বিনোদন

চলে গেলেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ জানুয়ারি ২০২৬, ০২:৫৩ পিএম

চলে গেলেন বাংলা সিনেমার সোনালি যুগের অভিনেতা ইলিয়াস জাভেদ

বাংলা সিনেমার সোনালি যুগের প্রখ্যাত অভিনেতা ইলিয়াস জাভেদ আর নেই। তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকার উত্তরার একটি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর স্ত্রী ডলি চৌধুরী।

ডলি চৌধুরী জানান, ইলিয়াস জাভেদ দীর্ঘদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন। ক্যানসারের পাশাপাশি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তিনি। বেশ কিছু সময় তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হয়। সম্প্রতি বাসায় রেখে চিকিৎসা চলছিল, যেখানে হাসপাতাল থেকে চিকিৎসক ও দুজন নার্স নিয়মিত তাঁর সেবায় নিয়োজিত ছিলেন। আজ সকালে তাঁর শারীরিক অবস্থার হঠাৎ মারাত্মক অবনতি হলে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ইলিয়াস জাভেদের চলচ্চিত্রজীবন শুরু হয় ষাটের দশকে নৃত্যপরিচালক হিসেবে। কায়সার পাশা পরিচালিত উর্দু চলচ্চিত্র ‘মালান’ ছিল তাঁর নৃত্য পরিচালনায় প্রথম সিনেমা। পরে ১৯৬৪ সালে উর্দু চলচ্চিত্র ‘নয়ি জিন্দেগি’ দিয়ে অভিনয়ে অভিষেক ঘটে তাঁর।

দীর্ঘ কর্মজীবনে তিনি অভিনয় করেছেন বহু জনপ্রিয় ও আলোচিত চলচ্চিত্রে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘মালকা বানু’, ‘অনেক দিন আগে’, ‘শাহজাদি’, ‘নিশান’, ‘রাজকুমারী চন্দ্রবান’, ‘কাজল রেখা’, ‘সাহেব বিবি’সহ আরও অনেক সিনেমা।

ইলিয়াস জাভেদের মৃত্যুতে বাংলা চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তাঁর অবদান স্মরণ করে তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করছেন সহকর্মী ও চলচ্চিত্রপ্রেমীরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন