Logo
Logo
×

বিনোদন

আনুশকাকে ‘ম্যাম’ বলায় যা বললেন কোহলি

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৯ জানুয়ারি ২০২৬, ১০:০১ পিএম

আনুশকাকে ‘ম্যাম’ বলায় যা বললেন কোহলি

ছবি : সংগৃহীত

আনুশকা শর্মা ভারতের একজন জনপ্রিয় অভিনেত্রী। বলিউড এই অভিনেত্রী আবার ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলির স্ত্রী। গতকাল রোববার ইন্দোরে নিউজিল্যান্ডের বিপক্ষে বিরাট কোহলির ৮৫তম সেঞ্চুরির ম্যাচে ভারত হেরে ২-১ ব্যবধানে সিরিজ হাতছাড়া করে।

এদিন ব্যাটিং বিপর্যয়ে দলের হাল ধরেন হার্ষিত রান ও বিরাট কোহলি। সপ্তম উইকেটে ৬৯ বলে ৯৯ রানের জুটি গড়েন তারা। তাদের এই জুটিতে জয়ের স্বপ্ন দেখেছিল ভারত। কিন্তু এই জুটি ভাঙ্গার পর ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় ভারত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে বিরুস্কাদের নিয়ে মজার গল্প বলেছেন হার্ষিত রান। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের রাতের কথা উল্লেখ করে হার্ষিত রান জানান, ট্রফি জয়ের উৎসবে শামিল হতে সাজঘরে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখতে পাই আনুশকা শর্মাকে। আমি প্রথমবার ওনাকে সামনে থেকে দেখলাম। তাই ‘ম্যাম’ বলে সম্বোধন করেছিলাম।’ কোহলি তখন আমায় বলেন, “এই, তুই ওকে ম্যাম বলছিস কেন? ভাবি বল।”

আচমকা কোহলির এই কথায় চমকে যান হার্ষিত রান। তিনি আমতা আমতা করে বলেন, ‘আমি কোহলিকে বললাম, প্রথমবার আনুশকার সঙ্গে দেখা হল বলে ‘ম্যাম’ বলেছি। তখন আনুশকার উদ্দেশে কোহলি বলল, ‘আসলে হার্ষিত এমনই। একটু আগেই আমার মাথায় শ্যাম্পেন ঢেলে দিল। এখন তোমাকে ম্যাম বলছে।’

সঞ্চালক জিজ্ঞাসা করেন কোহলি মজার মানুষ কি না। হার্ষিত বলেন, ‘মজা করতে প্রচণ্ড ভালবাসে কোহলি।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন