Logo
Logo
×

বিনোদন

অবসরের পরিবর্তে যা চাইলেন অমিতাভ

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম

অবসরের পরিবর্তে যা চাইলেন অমিতাভ

ছবি : সংগৃহীত

বলিউডের কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন। এদিকে বয়সের চাকা আশি পেরিয়েছে বেশ আগে। শরীর সায় না দিলেও মনের জোরে আজও ক্যামেরার সামনে দাঁড়িয়ে যান তিনি। দীর্ঘ ছয় দশকের অভিনয় জীবনে কতই না চড়াই-উতরাই দেখেছেন।  

বড় পর্দা থেকে ছোট পর্দা, এমনকি আধুনিক ওটিটি বা সোশ্যাল মিডিয়া সব মাধ্যমেই তিনি সমান জনপ্রিয়। কিন্তু দীর্ঘ এই পথচলার শেষে এসে এক গভীর আক্ষেপ প্রকাশ করলেন এই কিংবদন্তি।

সম্প্রতি নিজের ব্লগে অমিতাভ জানিয়েছেন, প্রযুক্তির এই দ্রুত পরিবর্তন এবং নতুন নতুন মাধ্যমের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া কতটা কঠিন। সময়ের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে আমূল পরিবর্তনের এই নিরন্তর চেষ্টা তাকে মাঝে মাঝে ক্লান্ত করে তোলে। তবুও তিনি থেমে থাকেননি; আধুনিক সংস্কৃতির সঙ্গে একাত্ম হতে আপ্রাণ চেষ্টা চালিয়ে গেছেন।

এই বদলে যাওয়া সংস্কৃতির সাথে মানিয়ে নিতে গিয়ে তাকে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে। তার আক্ষেপ যদি এই পরিবর্তনের শিক্ষা বা কারিগরি জ্ঞান তিনি আরও আগে অর্জন করতে পারতেন, তবে পথচলাটা হয়তো আরও সহজ হতো।

জনপ্রিয় টেলিভিশন শো 'কৌন বনেগা ক্রোড়পতি' (কেবিসি) থেকে শুরু করে ব্লগিং বা টুইটার সবখানে অমিতাভকে অ্যাক্টিভ দেখা গেলেও পর্দার পেছনের লড়াইটা সহজ ছিল না। তিনি মনে করেন, সময়ের সাথে তাল মেলানোটা এখনকার প্রজন্মের জন্য যতটা সহজ, তার মতো সিনিয়রদের জন্য ততটাই চ্যালেঞ্জিং। আর এই দেরি করে শেখার বিষয়টিই তাকে পোড়ায়।

৮৩ বছর বয়সেও অমিতাভ বচ্চন কাজ করে যাচ্ছেন নিয়মিত। তবে এই নিরন্তর পরিবর্তনের চাপে মাঝে মাঝে যে তিনি হাঁপিয়ে ওঠেন, সেটাই ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন তার লেখনীর মাধ্যমে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন