Logo
Logo
×

বিনোদন

পর্দায় ফিরছেন তাহসান খান

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৬, ০৪:১৬ পিএম

পর্দায় ফিরছেন তাহসান খান

ছবি : সংগৃহীত

বিনোদন জগতের জনপ্রিয় সংগীতশিল্পী তাহসান খান ও স্ত্রী মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের ব্যক্তিগত জীবনের টানাপোড়েনে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে আলোচনা-সমালোচনার ঝড় চলছে। এ  বিচ্ছেদ ঘোষণার পরপরই নিজেকে কিছুটা আড়ালে রাখলেও এবার তার ভক্ত-অনুরাগীদের জন্য এলো চমকপ্রদ এক খবর। 

আবার পর্দায় ফিরছেন অভিনেতা তাহসান খান। তবে অভিনয়ে নয়, গানেও নয়; বরং সঞ্চালক হিসেবে জনপ্রিয় ফ্যামিলি গেম শো নিয়ে। ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজন নিয়ে ফিরছেন এ সংগীতশিল্পী। শিগগিরই অনুষ্ঠানটির নতুন সিজন শুরু হতে যাচ্ছে। 

এর আগে প্রথম সিজনে তার সাবলীল উপস্থাপনা দর্শকদের মন জয় করেছিল। আর সে কারণেই দ্বিতীয় সিজনেও তাকেই ভরসায় রেখেছে প্রযোজনা প্রতিষ্ঠান। ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজন নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তাহসান খান বলেন, আমাদের এবারের সিজনটা সত্যিই জমে উঠেছে। অনেক বড়পরিসরের এ আয়োজনে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো— এবারের প্রশ্নগুলোর সার্ভে করা হয়েছে পুরো বাংলাদেশের ৬৪ জেলা থেকে। তাই প্রশ্নের উত্তরগুলোও যেমন হয়েছে মজার, ঠিক তেমনই চমকপ্রদ।

বঙ্গের প্রযোজনায় ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’-এর দ্বিতীয় সিজনের পরিচালনায় রয়েছেন ওয়াহিদুল ইসলাম শুভ্র। সহযোগী হিসেবে যুক্ত হয়েছে দেশের স্বনামধন্য বিভিন্ন প্রতিষ্ঠান, যা শোয়ের আয়োজনকে দিয়েছে আরও জাঁকজমক মাত্রা। আগামী ১৯ জানুয়ারি থেকে প্রতি সোমবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচার করা হবে এ অনুষ্ঠান। যারা মিস করবেন, তারা শোটির পুনঃপ্রচার দেখতে পারবেন প্রতি বুধবার দুপুর ১টায়।

 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন