ছবি : সংগৃহীত
টলিউডে পা রাখার পর থেকেই অভিনয় দিয়ে ভক্ত-দর্শকের মন জয় করেছেন দেব। এমনকি এই অভিনেতার খ্যাতি সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়েছে দেশের বাইরেও। পরবর্তীতে রাজনীতির মাঠে নেমেও হয়ে উঠেছেন সকলের প্রিয়জন। রুপালি পর্দায় বাণিজ্যিক ঘরানার পাশাপাশি গল্পকেন্দ্রীক সিনেমাতেও নিজের সক্ষমতার প্রমাণ রেখেছেন।
এবার এই তারকা নতুন এক স্বীকৃতি পেলেন। মেগাস্টার দেবের নামে এবার ডাক টিকিট চালু করেছে দেশটির ডাক বিভাগ। সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর সকলের সঙ্গে শেয়ার করেছেন অভিনেতা নিজেই। শনিবার (১৭ জানুয়ারি) ডাক টিকিটের ছবি নিজের সামাজিক মাধ্যমে শেয়ার করে অভিনেতা উচ্ছ্বাস প্রকাশ করেন।
ভারতীয় ডাক বিভাগকে ধন্যবাদ জানিয়ে পোস্টের ক্যাপশনে লেখেন, ‘আমি ভীষণভাবে সম্মানিত এবং অভিভূত। আমার নামে ডাকটিকিট চালু করার জন্য ভারতীয় ডাক বিভাগকে আমার আন্তরিক ধন্যবাদ। আমি সত্যিই কল্পনাও করতে পারিনি। একজন মানুষ হিসাবে সকলের ভালোবাসা এবং বিশ্বাসের এই স্বীকৃতি আমার কাছে চরম প্রাপ্তি। আমি চির কৃতজ্ঞ থাকব সকলের কাছে।’
প্রসঙ্গত, শুক্রবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল উৎসবে এই বিশেষ ডাকটিকিটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দেবের এই সম্মান প্রাপ্তিতে আনন্দে ভেসেছে গোটা ঘাটালবাসী। এদিকে, যে ডাকটিকিটে জায়গা করে নিয়েছেন নামিদামি ব্যক্তিত্বরা সেখানে এ অভিনেতার জায়গা করে নেওয়া দেখে তার ভক্তরাও সামাজিক মাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছে।



