Logo
Logo
×

বিনোদন

অর্থ আত্মসাৎ ও হত্যার হুমকি মামলায় অব্যাহতি পেলেন মেহজাবীন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৬, ০৩:৩৫ পিএম

অর্থ আত্মসাৎ ও হত্যার হুমকি মামলায় অব্যাহতি পেলেন মেহজাবীন

ছবি : সংগৃহীত

অর্থ আত্মসাৎ ও হত্যার হুমকির অভিযোগে দায়ের করা মামলায় অব্যাহতি পেয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তার ভাই আলিশান চৌধুরী। সোমবার (১২ জানুয়ারি) সকালে শুনানি শেষে ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার এ আদেশ দেন।

মামলাটি করেছিলেন আমিরুল ইসলাম ফৌজদারি কার্যবিধির ১০৭ ও ১১৭ (৩) ধারায়। আদালত ১২ জানুয়ারি জবাব দাখিলের দিন ধার্য করেছিলেন। জবাব জমা দেওয়ার পর শুনানি শেষে আদালত তাদের অব্যাহতি দিয়ে মামলাটি নথিজাত করেন। আসামিপক্ষের আইনজীবী তুহিন হাওলাদার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, মামলার ৭৯ লাইনের বক্তব্য সাজানো ও মনগড়া। বাদীর সঙ্গে মেহজাবীন ও তার ভাইয়ের কোনো সাক্ষাৎ হয়নি, তাই হুমকি দেওয়ার প্রশ্নই আসে না। আদালত বিষয়টি বিবেচনা করে তাদের অব্যাহতি দিয়েছেন।

এর আগে গত ১০ নভেম্বর ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত-৩ এর বিচারক আফরোজা তানিয়া তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। পরে ১৬ নভেম্বর আত্মসমর্পণ করে জামিন পান মেহজাবীন ও আলিশান। সেদিনই আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, গত বছরের ১১ ফেব্রুয়ারি পাওনা টাকা চাইতে গেলে বাদী আমিরুলকে ১৬ মার্চ হাতিরঝিলের একটি রেস্টুরেন্টে আসতে বলা হয়। সেখানে গিয়ে তিনি মেহজাবীন, তার ভাই ও আরও কয়েকজনের গালিগালাজ ও হত্যার হুমকির মুখে পড়েন। এরপর ২৪ মার্চ তিনি ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।

তবে শুনানি শেষে আদালত অভিযোগকে ভিত্তিহীন মনে করে মেহজাবীন চৌধুরী ও তার ভাইকে মামলার দায় থেকে অব্যাহতি দেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন