ছবি : সংগৃহীত
সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান এবং তার স্ত্রী রোজা আহমেদকে নিয়ে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিচ্ছেদের কথা ঘুরে বেড়াচ্ছে।
বিভিন্ন পোস্ট ও মন্তব্যে তাদের দাম্পত্য সম্পর্ক ভেঙে যাওয়ার দাবি করা হলেও অনুসন্ধানে জানা গেছে, এই খবরের কোনো সত্যতা নেই।
তাহসানের ঘনিষ্ঠজনদের ভাষ্য অনুযায়ী, তাদের মধ্যে বিচ্ছেদ কিংবা আলাদা হওয়ার মতো কোনো সিদ্ধান্ত হয়নি। দুজনই স্বাভাবিকভাবেই সংসার করছেন এবং সম্পর্ক নিয়ে কোনো অস্থিরতা নেই।
সূত্র জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু বিভ্রান্তিকর পোস্ট ও অনুমাননির্ভর ব্যাখ্যা থেকেই এই গুজবের সূচনা। তাহসান ও রোজা দুজনেই ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে খুব কম কথা বলেন, যার সুযোগ নিয়ে নেটিজেনদের একাংশ ভুল ধারণা তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পরিবারের ঘনিষ্ঠ ব্যক্তিরা জানিয়েছেন, বর্তমানে এই দম্পতি নিজেদের কাজ ও দৈনন্দিন ব্যস্ততা নিয়েই সময় কাটাচ্ছেন। বিচ্ছেদের খবরকে তারা উদ্দেশ্যপ্রণোদিত ও ভিত্তিহীন বলেই দেখছেন।
উল্লেখ্য, গত বছরের ৪ জানুয়ারি ঘরোয়া পরিবেশে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাহসান খান ও রোজা আহমেদ। রোজা আহমেদ দীর্ঘদিন ধরে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে একজন পরিচিত ব্রাইডাল মেকআপ আর্টিস্ট ও উদ্যোক্তা হিসেবে কাজ করে আসছেন।
অন্যদিকে, গত বছরের শেষ দিকে তাহসান খান শোবিজ থেকে নিজেকে গুটিয়ে নেওয়ার ঘোষণা দেন এবং বর্তমানে ধর্মীয় অনুশাসনে জীবনযাপন করছেন। এই ব্যক্তিগত পরিবর্তনের সময়েই তাদের দাম্পত্য ভাঙনের গুজব ছড়ানো হচ্ছে বলে মনে করছেন ঘনিষ্ঠজনরা।



