Logo
Logo
×

বিনোদন

আলোচনায় ‘কোটিপতি’

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৩৭ পিএম

আলোচনায় ‘কোটিপতি’

ছবি : সংগৃহীত

মুক্তির মাত্র ২৪ ঘণ্টায় অতিক্রম করেছে ৩০ লাখ ভিউয়ের ঘর। কারণ, গল্পটি দর্শকদের মন জয় করেছে। এর গল্প দর্শকদের বার্তা দিয়েছে, কোটিপতি হয়েও সাদামাটা জীবন যাপন করা যায়।

নাটকটির নামও ‘কোটিপতি’। সিএমভির ব্যানারে মেজবাহ উদ্দিন সুমনের চিত্রনাট্যে এটি নির্মাণ করেছেন এস আর মজুমদার। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল।

এখানে উঠে এসেছে কোটিপতি হয়েও মধ্যবিত্ত জীবন কাটানো একটি অসামান্য পরিবারের গল্প। গত ২৬ ডিসেম্বর সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া নাটকটি এখন রাজনীতির মাঠ ছাপিয়ে সামাজিক মাধ্যমে আলোচনায়। অজস্র মন্তব্যে ভেসে যাচ্ছে নাটকটির ইউটিউব কমেন্ট সেকশন।

বিকাশ সাহা ও শরীফ রানার সিনেমাটোগ্রাফিতে ‘কোটিপতি’ নাটকে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, কিংকর আহসান, নাদের চৌধুরী, মিলি বাশার প্রমুখ।

নির্মাতা এস আর মজুমদার ‘কোটিপতি’র এমন সাড়া পেয়ে বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ‘এটি মূলত সামাজিক তথা পারিবারিক প্রেক্ষাপটের একটি পূর্ণাঙ্গ নাটক। যেখানে ধনী-গরিব, বাবা-মা, স্ত্রী-সন্তান, বন্ধু-সহকর্মী-স্বজনরা মিলে-মিশে একটা হাসি-কান্নার মধ্যবিত্ত জীবন যাপনের চেষ্টা করে। সেই গল্পটি প্রকাশের পর দর্শকরা যেভাবে আমাদের প্রশংসায় ভাসাচ্ছে, সেটি দেখে অভিভূত।’

প্রযোজক ও পরিবেশক এস কে সাহেদ আলী পাপ্পু জানান, ‘কোটিপতি হওয়া গর্বের হতে পারে, কিন্তু মানুষ হওয়াটাই আসল। জীবন চালানোর জন্য যতটা দরকার, ততটাই যথেষ্ট। আর যেটুকু বাড়তি থাকে, তা মানুষের কল্যাণে দিলেই টাকার সত্যিকারের মূল্য পাওয়া যায়মূলত এই অমূল্য বার্তাটি আমরা সমাজে দেওয়ার চেষ্টা করেছিসেটি মানুষ সাদরে গ্রহণ করেছে বলে নিজেদের চেষ্টা সার্থক মনে হচ্ছে।’


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন