মার্কিন যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ও সমালোচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও টিকটক তারকা অ্যাশ ট্রেভিনোকে টেক্সাসে কয়েকটি অপরাধের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। গত ১৭ ডিসেম্বর ভেনাসে গ্রেপ্তার করা হয় এবং পরে এলিস কাউন্টি কারাগারে পাঠানো হয় ৩৬ বছর বয়সী এই তরুণীকে।
টিএমজেড’র প্রতিবেদনে বলা হয়েছে, ভেনাস পুলিশ বিভাগের প্রধান জেমস গ্রুম জানিয়েছেন, সক্রিয় অপরাধমূলক পরোয়ানা ছিল অ্যাশ ট্রেভিনোর বিরুদ্ধে। এ কারণে গ্রেপ্তার করা হয়েছে তাকে।
গত ১৭ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে বাড়ির সামনের উঠান থেকে গ্রেপ্তার করা হয় তাকে। পরে হেফাজতে নেয়া হয়। তবে গ্রেপ্তারি পরোয়ানা ঠিক কিসের জন্য ছিল, সেটি স্পষ্ট নয়। এ ব্যাপারে কাজ করা হচ্ছে বলে জানানো হচ্ছে।
এদিকে গ্রেপ্তারের পর জামিনে কারামুক্ত হয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অ্যাশ ট্রেভিনো। ফেরার পথে সোশ্যাল মিডিয়ায় তিনি জানান, তার বিরুদ্ধে ওঠা অভিযোগের বিরুদ্ধে লড়াই করবেন তিনি। তার আইনি প্রতিনিধি আছে এবং সে লড়াই করবে এই ইনফ্লুয়েন্সারের পক্ষে।
প্রসঙ্গত, অ্যাশ ট্রেভিনো যুক্তরাষ্ট্রের একজন আলোচিত ও সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর। বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সমালোচিত তিনি। ইনস্টাগ্রাম ও স্ন্যাপচ্যাটে পাঁচ লাখেরও বেশি ফলোয়ার এই তারকার।



