Logo
Logo
×

বিনোদন

মঞ্চে মাদকসেবন, উইজ খলিফাকে কারাদণ্ড

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৯:১৮ পিএম

মঞ্চে মাদকসেবন, উইজ খলিফাকে কারাদণ্ড

রোমানিয়ায় মঞ্চে প্রকাশ্যে গাঁজা সেবনের দায়ে মার্কিন র‍্যাপার উইজ খলিফাকে ৯ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। স্থানীয় সময় শুক্রবার (১৮ ডিসেম্বর) এই রায় ঘোষণা করা হয়। 

গত বছর রোমানিয়ার কোস্টিনেস্তিতে অনুষ্ঠিত ‘বিচ, প্লিজ’ নামের একটি কনসার্টে পারফর্ম করার সময় প্রকাশ্যে গাঁজা সেবন করেন উইজ খলিফা; গ্রেপ্তারও হয়েছিলেন তখন। এবার সে ঘটনার জেরে কারাদণ্ডে দণ্ডিত হলেন ‘সি ইউ অ্যাগেইন’ খ্যাত এই শিল্পী।

সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, এর আগে প্রাথমিক রায়ে রোমানিয়ার আদালত তাকে ৩ হাজার ৬০০ রোমানিয়ান লেই (প্রায় ৯৬ হাজার টাকা) জরিমানা করেছিলেন। কিন্তু এক আপিলের পর সেই সিদ্ধান্ত বাতিল করে তাকে সরাসরি কারাদণ্ড ভোগের নির্দেশ দেন আদালত।

এই সাজা ঘোষণার সময় উইজ খলিফা আদালতে উপস্থিত ছিলেন না। কারণ তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় পারফর্ম করেছেন এই শিল্পী; সক্রিয় আছেন সামাজিক মাধ্যমেও। তবে ১০ বার গ্র্যামি মনোনয়ন পাওয়া এই শিল্পীর পক্ষ থেকে রায়ের বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

এদিকে পুলিশ জানিয়েছে, ঘটনার দিন উইজের কাছ থেকে ১৮ গ্রামের বেশি গাঁজা পাওয়া যায়; এবং তিনি মঞ্চে দাঁড়িয়ে তা সেবন করেছিলেন। বিচারকরা এই রায় নিয়ে বলেছেন, উইজ খলিফা তরুণদের কাছে একজন জনপ্রিয় তারকা। হাজার হাজার তরুণের সামনে তার এমন কর্মকাণ্ড অবৈধ আচরণকে স্বাভাবিক হিসেবে তুলে ধরেছে, যা সমাজ ও তরুণ প্রজন্মকে মাদক গ্রহণে উৎসাহিত করতে পারে।

উল্লেখ্য, উইজ খলিফার আসল নাম থমাস ক্যামেরন জিব্রিল। ‘ব্ল্যাক অ্যান্ড ইয়েলো’ ও ‘সি ইউ অ্যাগেইন’-এর মতো জনপ্রিয় গানের স্রষ্টা উইজ খলিফা দীর্ঘদিন ধরেই গাঁজা সেবক হিসেবে পরিচিত। ২০১৬ সালে তিনি নিজের একটি মারিজুয়ানা ব্র্যান্ডও চালু করেছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন