ছবি : সংগৃহীত
সোমবার গভীর রাতে জাপানের আইওয়েট প্রদেশসহ বিভিন্ন এলাকায় শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে ৭.৬ মাত্রার এই কম্পন স্থানীয় সময় রাত ১১টার কিছু পর প্রশান্ত মহাসাগরের উপকূলে অনুভূত হয়।
১২ ডিসেম্বর জাপানে মুক্তি পাচ্ছে ‘বাহুবলী: দ্য এপিক’। এই ছবির প্রচারণায় অংশ নিতে দেশটিতে অবস্থান করছিলেন দক্ষিণী তারকা প্রভাস। ভূমিকম্পের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, এ ঘটনায় অন্তত ২৩ জন আহত হয়েছেন। অধিকাংশই ভারী জিনিস চাপা পড়া বা ধসে পড়া সামগ্রীতে আঘাত পেয়ে জখম হন। আইওয়েটের হাচিনোহে এলাকার একটি হোটেলে কয়েকজন আহত হয়েছেন। তোহোকু অঞ্চলে একটি গাড়ি গর্তে পড়ে গিয়ে একজন আহত হন।
এদিকে ভক্তদের উদ্বেগের মাঝেই পরিচালক মারুতি জানিয়ে দেন প্রভাসের সঙ্গে তার যোগাযোগ হয়েছে এবং অভিনেতা সম্পূর্ণ নিরাপদে আছেন। তিনি আরও জানান, প্রভাস টোকিওতে ছিলেন না, ফলে ঝুঁকির মুখেও পড়েননি।
পরবর্তীতে ‘রাজা সাহেব’ ছবির পরিচালকও এক্স-এ পোস্ট করে ভক্তদের আশ্বস্ত করেন যে দক্ষিণী সুপারস্টার ভালো আছেন। ভূমিকম্পের তীব্রতা কমে আসায় পরিস্থিতি এখন অনেকটা স্থিতিশীল বলে জানিয়েছেন স্থানীয়রা।



