Logo
Logo
×

বিনোদন

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে যা বললেন বাঙালি অভিনেত্রী

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ পিএম

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় নিয়ে যা বললেন বাঙালি অভিনেত্রী

মিশর রহস্য’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু ত্রিধা চৌধুরীর। ‘আশ্রম’ সিরিজে ববি দেওলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে সমালোচিত বাঙ্গালী এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনয় আর অন্তরঙ্গ দৃশ্যের ব্যাপারে ত্রিধা চৌধুরীর ভাষ্য, একজন অভিনয়শিল্পী যে সীমা মেনে কোনো চরিত্রে অন্তরঙ্গ দৃশ্যে সম্মত হয়েছেন, সেটার পেছনে অনেক নিবেদন থাকে।

উদাহরণস্বরূপ, ‘আশ্রম’-এ আমার চরিত্রটি যৌনকর্মী, তাই পর্দায় অন্তরঙ্গ দৃশ্য থাকতেই পারে। কিন্তু এই দৃশ্যের শুটিং করার সময় আমি উপভোগ করছি না যদিও এটি আমার কাজের অংশ। সম্পাদনা দল আরও সৃজনশীলভাবে আমাকে উপস্থাপন করতে পারত।

তিনি আরও বলেন, প্রোডাকশন টিমের উচিত ছিল এ ধরনের অন্তরঙ্গ দৃশ্য পর্নো সাইটে যেন ছড়িয়ে না পড়ে, সেটা নিশ্চিত করা। এটা নির্মাতারও দায়িত্ব। কোনো কারণে ছড়িয়ে পড়লে সেটা যেকোনো মূল্যে দ্রুত বন্ধ করা।

অভিনেত্রী আরও বলেন, আমরা পর্দায় একজন অভিনয়শিল্পীকে দেখলে ভুলে যাই যে তারা শুধু কাজ করছেন। বিশেষ করে একজন অভিনেত্রীকে বারবার ঘনিষ্ঠ দৃশ্যে বা কিছু চরিত্রে দেখলে আমরা তাকে ‘যৌন আবেদনময়ী’ বানাই। আমাদের বুঝতে হবে, সবই চরিত্রের জন্য করা। বাস্তব জীবনের সঙ্গে মিল নেই।

‘আশ্রম’ সিরিজের অন্তরঙ্গ দৃশ্য নিয়ে অভিনেত্রী বলেন, আমি খুবই নার্ভাস ছিলাম। তবে শুটিং শুরু হওয়ার পর ববি দেওল এবং অন্য অভিনেতাদের সঙ্গে কাজ করা বেশ সহজ হয়ে গেছে। পরিচালক প্রকাশ ঝা–ও সহযোগিতা করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন