ছবি : সংগৃহীত
ঢালিউডের নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক ওমর সানী এবার ব্যস্ততার চাপ ও জীবনের নানা ঝড়ঝাপটা পেছনে ফেলে পবিত্র মক্কার পথে পা বাড়িয়েছেন। ওমরাহ পালনের উদ্দেশ্যে তিনি সৌদি আরবের উদ্দেশে রওনা হয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) নিজের ফেসবুক পোস্টে বিষয়টি প্রকাশ করে ভক্তদের চমকে দেন তিনি। জানা যায়, সোমবার (৮ ডিসেম্বর) দিবাগত রাতে বাংলাদেশ বিমানের ফ্লাইটে ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন এই অভিনেতা।
প্রায় দেড় মিনিটের একটি ভিডিও বার্তায় ওমর সানী জানান, পুরো টিম নিয়ে তিনি ওমরাহ পালনে যাচ্ছেন। তিনি বলেন, “নবীর দেশ, মানবদেহের অক্সিজেনের দেশ হচ্ছে সৌদি আরব। সেখানে পুরো টিম নিয়ে ওমরাহ পালনের জন্য যাচ্ছি। আপনারা সবাই দোয়া করবেন, আল্লাহ যেন আমাদের ওমরাহ কবুল করেন।”
তিনি আরও বলেন, “বাংলাদেশে খুব শিগগির যেন আবার ফিরে আসতে পারি, আপনারা সবাই দোয়া করবেন। রেখে গেলাম বাংলাদেশকে, ফিরে পেতে চাই বাংলাদেশকে। ভালো থাকবেন সবাই।”



