Logo
Logo
×

বিনোদন

জুবিন গার্গের শেষ সিনেমা ‘রই রই বিনালে’ মুক্তি, প্রেক্ষাগৃহে দর্শকদের ঢল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৫, ০৭:৩৯ পিএম

জুবিন গার্গের শেষ সিনেমা ‘রই রই বিনালে’ মুক্তি, প্রেক্ষাগৃহে দর্শকদের ঢল

ছবি : সংগৃহীত

সংগীতের পাশাপাশি চলচ্চিত্রে দাপুটে উপস্থিতি ছিল জুবিন গার্গের। তার মৃত্যুর পর মুক্তি পেল তার অভিনীত শেষ অসমিয়া সিনেমা ‘রই রই বিনালে’। প্রিয় শিল্পীর স্মৃতিকে ধারণ করতে আসামের প্রেক্ষাগৃহে ছবিটি দেখতে দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। একইসঙ্গে ভাইরাল হয়েছে জুবিনের হাতে লেখা একটি আবেগঘন আমন্ত্রণপত্র।

৩১ অক্টোবর (শুক্রবার) ভারতের ৪৬টি শহরে মুক্তি পেয়েছে ‘রই রই বিনালে’। মুক্তির আগে জুবিন তার ভক্তদের উদ্দেশে লিখেছিলেন, “একটু অপেক্ষা করুন। আমার নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। তোমরা এসে যাবে কিন্তু। ভালোবাসা নিও– ইতি তোমাদের জুবিনদা।” তার মৃত্যুর কয়েক দিন আগে পরিচালক রাজেশ ভুঁইয়ার সঙ্গে বসে সিনেমার প্রচারণা পরিকল্পনা করেছিলেন তিনি। সেই শেষ ইচ্ছা পূরণ করতেই সিনেমার টিম চিঠিটি প্রকাশ করেছে।

জুবিন গার্গ তার আগের দুটি সিনেমা ‘মিশন চায়না’ ও ‘কাঞ্চনজঙ্ঘা’র মতো এই ছবিটিও নিয়ে উচ্চমাত্রার প্রচারণা চালাতে চেয়েছিলেন। তিন বছর ধরে তিনি এই সিনেমার গল্প, গান ও চরিত্রে নিজেকে নিংড়ে দিয়েছেন। ছবিতে তাকে একজন অন্ধ গায়কের চরিত্রে দেখা যাবে।

প্রযোজকরা জানিয়েছেন, ‘রই রই বিনালে’ আসামের ৯০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এবং প্রথম দিনের সব টিকিট আগেই বিক্রি হয়ে গেছে। দর্শকদের চাহিদা মেটাতে কয়েকটি হলে রাত ১২টা ও সকাল ৬টায় অতিরিক্ত প্রদর্শনীর ব্যবস্থা করা হয়েছে। জুবিনের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা জানাতে প্রেক্ষাগৃহে ভক্তদের আবেগঘন উপস্থিতি সিনেমাটিকে এক অনন্য উচ্চতায় পৌঁছে দিয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন