Logo
Logo
×

বিনোদন

ভালোবাসার প্রজাপতি’ সিনেমার শুটিং শেষ

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৫, ১০:২৫ পিএম

ভালোবাসার প্রজাপতি’ সিনেমার শুটিং শেষ

সিনেমা ‘ভালোবাসার প্রজাপতি’ একটি দৃশ্য

সিনেমা ‘ভালোবাসার প্রজাপতি’। সম্প্রতি শেষ হয়েছে সিনেমাটির শুটিং; বর্তমানে চলছে সম্পাদনার কাজ। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন রাজু আলীম।

এতে অভিনয় করেছেন সাদিকা পারভীন পপি, রাজু আলীম, শিপন মিত্র, মাহবুব তূর্য, মিস ইউনিভার্স বাংলাদেশ শিরিনা আক্তার শিলা, রানার্স আপ আলিশা ইসলাম, আফরিন প্রিয়মনি, তানিন তানহা, মেহেদী পলাশ, ডিজে সোনিকা প্রমুখ।

গানে কণ্ঠ দিয়েছেন মেহরিন, অনিমা রায়, মাহমুদ মিলন, নুসরাত বৃষ্টি, আর্শিনা প্রিয়া, তামান্না প্রমি, কর্ণিয়া, ম্যাক আপেলসহ আরো অনেকে। সংগীত পরিচালনায় রয়েছেন আজম বাবু।

পরিচালক ও অভিনেতা রাজু আলীম বলেন, “শুটিং চলাকালীন মজার একটি ঘটনা ঘটেছিল। আমরা সবাই ভাবছিলাম, পপি প্রেমে পড়েছেন! তার আচরণে সেটার আভাসও পাচ্ছিলাম। তখনই আমি ঠিক করি, সিনেমার ওপেনিং ও ক্লোজিং দৃশ্যটা আগেই ধারণ করব। কারণ শেষ দৃশ্যে ছিল পপির ডিভোর্সের দৃশ্য। কিন্তু আমরা সেটি শেষ করতে পারিনিপপির বিয়ের কারণে। পরে তিনি সন্তানের মা হন, পরিবার নিয়েই ব্যস্ত হয়ে পড়েন।”

“নায়িকা হিসেবে আলিশাকে দেখা যাবে সর্বশেষে। চরিত্রে সে খুব সাবলীল। সিনেমায় দুটি আইটেম গানও আছে, দর্শক নিশ্চয়ই উপভোগ করবেন।” বলেন রাজু আলীম।

পপির স্বামীর চরিত্রে অভিনয় করতে পারাকে বড় অর্জন বলে মনে করেন রাজু আলীম। তার ভাষায়, “সবার সঙ্গে অভিনয় করেই ভালো লেগেছে। তবে পপির স্বামী হিসেবে অভিনয় করাটা আমার জীবনের সবচেয়ে বড় অর্জন। আমি তেমন জনপ্রিয় নায়ক নইকিন্তু দেশের অন্যতম প্রিয় নায়িকা পপির সঙ্গে নায়কের চরিত্রে অভিনয় করা আমার জন্য গর্বের। নতুন প্রজন্মের শিরিন আক্তার শিলা, আলিশা, প্রিয়মনি সবাই ভালো কাজ করেছেন। বিশেষ করে পপি ও আলিশাদুজনেই গল্পে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন।”

সিনেমার গল্পের বার্তা সম্পর্কে রাজু আলীম বলেন, “পুরো গল্পটাই মেসেজে ভরা। প্রতিটি সিকুয়েন্স, এমনকি প্রতিটি গানেও গল্প আছে। এটি না আর্ট ফিল্ম, না কমার্শিয়ালএটি একটি পূর্ণদৈর্ঘ্য ভালো সিনেমা। বাকিটা দর্শকরা হলে গিয়ে বুঝবেন।”

মুক্তির বিষয়ে রাজু আলীম বলেন, “আমরা সিনেমাটি তিন ফরম্যাটে মুক্তি দেওয়ার পরিকল্পনা করছিহল, ওটিটি ও ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। বর্তমানে সিনেমাটি এডিটিং টেবিলে আছে; ডাবিং ও কালার গ্রেডিং শেষে আগামী ১৩ ফেব্রুয়ারি মুক্তির লক্ষ্যে কাজ চলছে।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন