২০০০ সালের জুলাই থেকে টানা সাড়ে আট বছর ধরে স্টার প্লাসে প্রচারিত হয়েছিল জনপ্রিয় ভারতীয় ধারাবাহিক ‘কিউকি সাঁস ভি কাভি বহু থি’। নববধূ তুলসী আর তাঁর শাশুড়ির জটিল সম্পর্কের এই গল্প একসময় বদলে দিয়েছিল দর্শকের দৈনন্দিন রুটিন। ২৫ বছর পর সেই গল্প আবারও ফিরেছে পর্দায়—তবে এবার এক নতুন মোড় নিয়ে।
চলতি বছরের জুলাইয়ে শুরু হওয়া ধারাবাহিকটির দ্বিতীয় সংস্করণে তুলসী এখন মধ্যবয়সী নারী, সন্তানদের বড় করেছেন, আর নিজে শাশুড়ি হতে চলেছেন। তবে এবার সবচেয়ে আলোচিত বিষয়—ধারাবাহিকটির এক পর্বে উপস্থিত হয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা ও সমাজসেবক বিল গেটস।
গত বৃহস্পতিবার রাতে প্রচারিত পর্বে দেখা যায়, গেটস ভিডিও কলে তুলসীর (স্মৃতি ইরানি) সঙ্গে কথা বলছেন। মাতৃ ও শিশুর স্বাস্থ্য নিয়ে আলোচনাতেই যুক্ত হন তিনি। বহু বছর ধরে গেটস ফাউন্ডেশন ভারতের উত্তর প্রদেশ ও বিহারে মাতৃ ও শিশুমৃত্যু কমাতে সরকারের সঙ্গে কাজ করছে।
পর্বটিতে তুলসীকে গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সচেতনতা বাড়াতে ‘গোধ-ভারাই’ অনুষ্ঠানে দেখা যায়। তাঁর ছেলে সেই দৃশ্য ভিডিও করে সামাজিক মাধ্যমে পোস্ট করে বিল গেটসকে ট্যাগ করলে গেটস ভিডিও কলে যুক্ত হন। কলের শুরুতেই আমেরিকান উচ্চারণে হিন্দি বলে গেটস বলেন, নমস্তে তুলসীজি।
গল্পে তুলসী ব্যাখ্যা করেন, এই আয়োজনে আমরা গর্ভবতী মায়েদের নিজেদের যত্ন নেওয়া, পুষ্টি বজায় রাখা ও হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার গুরুত্ব বোঝাই। জবাবে গেটস একমত হন, বলেন, যখন মায়েরা সুস্থ থাকেন, তখন শিশুরাও ভালোভাবে বেড়ে ওঠে—তখনই আসলে বিশ্ব এগিয়ে যায়।
প্রযোজনা প্রতিষ্ঠান জিওস্টার এন্টারটেইনমেন্ট জানায়, তারা গল্প বলার মাধ্যমে মাতৃ ও শিশুর স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা ছড়িয়ে দিতে চায়। জিওস্টারের সুমন্ত বোস বলেন, গল্প শুধু বিনোদনের জন্য নয়, এটি মানুষকে অনুপ্রাণিত ও পরিবর্তনের পথে এগিয়ে নিতে পারে।
বিল গেটস ধারাবাহিকটির তিনটি পর্বে থাকবেন বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
কলামনিস্ট ও দ্য প্রিন্ট-এর রিডার্স এডিটর শৈলজা বাজপাই বলেন, ২৫ বছর আগের মতো তুলসী এখনো লড়ছেন, এবারও পরিবারের ভেতরের ঈর্ষা ও বিভেদের বিরুদ্ধে। তবে এবার ধারাবাহিকটিতে সামাজিক বার্তা অনেক বেড়েছে, যা স্মৃতি ইরানির বর্তমান পরিচয়ের সঙ্গেও মানানসই।
তবে তিনি আরও যোগ করেন, এখন ধারাবাহিকটিকে ওটিটি প্ল্যাটফর্মের বিপুল কনটেন্টের সঙ্গে প্রতিযোগিতা করতে হচ্ছে, তাই আগের মতো সাড়া তুলতে পারেনি। কিন্তু গেটসের অপ্রত্যাশিত উপস্থিতি সিরিজটিকে আবারও আলোচনায় ফিরিয়ে এনেছে।
মাত্র এক দিনেরও কম সময়ে পর্বটির চার মিনিটের প্রোমো ইনস্টাগ্রামে ছয় মিলিয়নের বেশি ভিউ পায়। নেটিজেনদের মন্তব্যের ঘর ভরে যায় চমক ও বিস্ময়ে। একজন লিখেছেন, এটা কোন মাল্টিভার্স!—এই মন্তব্যেই ১৭ হাজারের বেশি লাইক পড়ে। আরেকজন মন্তব্য করেছেন, ক্রিঞ্জ হলেও দারুণ!



