কুড়িগ্রামের রাজারহাটের ডাংরারহাটে নানা অনুষ্ঠান
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ০৫:৩২ পিএম
ছবি-যুগের চিন্তা
”একের রক্ত অন্যের জীবন রক্তই হোক আত্মার বাঁধ “এই প্রতিবাদ্য নিয়ে কুড়িগ্রামের রাজারহাটের ডাংরারহাট বেগম নুরজাহান শিশু সনদ এতিমখানা মাঠে অদম্য গ্রন্থাগার ও সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে বৃহষ্পতিবার সকালে ফ্রি মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপন কর্মসূচী ও ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. আল ইমরান, বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম রসুল রাখি,প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মো. রহমত আলী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রমুখ।
সভাপতিত্ব করেন শাহ্ মো. সাকিফুজ্জামান সাকিফ। রাজারহাট উপজেলায় প্রত্যন্ত ডাংরাহাট গ্রামে অদম্য একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংস্থা। সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়,মেডিকেল কলেজ ও ইন্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা সেচ্ছাসেবী এই সংগঠনটি
গঠন করেছে। কয়েক বছর থেকে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও অসহায় মানুষদের এবং মেধাবী শিক্ষার্থীদের বিভিন্ন ভাবে সহায়তা করে আসছে অদম্য সংগঠনটি। তারই ধারাবাহিকতায় বৃহষ্পতিবার সকালে এলাকার দুইশতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছে। এবং ডাংরারহাট গ্রামে বেশ কিছু বৃক্ষ রোপন করেছে। সেই সাথে বিভিন্ন স্কুলে ফুটবল ও ক্রিকেট খেলার সামগ্রী বিতরণ করেছে।
এ ব্যাপারে শাহজালাল বিঞ্জান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলাম সোহাগ জানান আমাদের অদম্য গ্রন্থাগার ও সংস্কৃতি কেন্দ্র গড়ে উঠেছে প্রান্তিক এলাকার অসহায় দুঃস্থ মানুষের সাহায্যের জন্য। প্রতি বছর বিভিন্ন কাজ করে থাকি মানুষের কল্যানে।



