Logo
Logo
×

বিনোদন

কুড়িগ্রামে লালন সাঁইয়ের তিরোধান দিবস

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ০৪:২৭ পিএম

কুড়িগ্রামে লালন সাঁইয়ের তিরোধান দিবস

ছবি-যুগের চিন্তা

সারাদেশের ন্যায় কুড়িগ্রামে যথাগোগ্য মর্যাদায় লালন সাঁইয়ের ১৩৫তম তিরোধান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কুড়িগ্রাম শিল্পকলা একাডেমী চত্বরে জেলা প্রশাসন কুড়িগ্রাম এর আয়োজনে ও জেলা শিল্পকলা একাডেমীর সহযোগিতায় গতকাল (শুক্রবার) সন্ধ্যায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

এতে অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিফাত মেহনাজ। লালন সাঁইয়ের জীবনী নিয়ে মূল প্রবন্ধ পাঠ করেন কুড়িগ্রাম সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাধন চন্দ্র নন্দী। এ সময় বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মাহফুজুর রহমান, জেলা কালচারাল অফিসার তমাল বোস, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, সঙ্গীত শিল্পী আলতাফ হোসেন বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বাংলা ভাষা, বাংলার সংস্কৃতি, বাউল সম্প্রদায়সহ বাউল গান- সবই বাঙালির গৌরব। সেই গৌরবের ইতিহাসের গোড়াপত্তন করেছিলেন লালন সাঁই। লালন শাহ, মহাত্মা লালন, বাউল সম্রাট, মরমি সাধকসহ একাধিক নাম তাঁর। লালন একজন দার্শনিকও। তাঁর গান ও দর্শনের দ্বারা বিশ্বখ্যাত কবি, সাহিত্যিকরাও প্রভাবিত হয়েছেন।

আলোচনা শেষে লালন চর্চা কেন্দ্র বা লালন আখড়ার প্রতিষ্ঠাতা সাধু ছালেক শাহ্, অন্যান্য সাধকবৃন্দ এবং জেলার বিশিষ্ট সংগীতশিল্পীগণ লালনের ভাবসঙ্গীত পরিবেশন করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন