Logo
Logo
×

বিনোদন

ইসরায়েলকে সমর্থন করায় এজেন্ট ডেভিড লেভিকে বরখাস্ত করলেন ডুয়া লিপা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩০ এএম

ইসরায়েলকে সমর্থন করায় এজেন্ট ডেভিড লেভিকে বরখাস্ত করলেন ডুয়া লিপা

ছবি : সংগৃহীত

ব্রিটিশ পপ তারকা ডুয়া লিপা গ্লাস্টনবেরি ফেস্টিভ্যালে ফিলিস্তিনপন্থী আইরিশ র‍্যাপ ব্যান্ড নীক্যাপকে বাদ দেওয়ার অনুরোধ জানিয়ে একটি চিঠিতে স্বাক্ষর করার পর তার এজেন্ট ডেভিড লেভিকে বরখাস্ত করেছেন বলে জানা গেছে।

উৎসবের আগে, সঙ্গীত শিল্পের একদল ব্যক্তিত্ব ও শিল্পী গ্লাস্টনবেরির প্রতিষ্ঠাতা মাইকেল ইভিসকে উদ্দেশ্য করে একটি ব্যক্তিগত চিঠিতে স্বাক্ষর করেন, যাতে নীক্যাপকে জুলাইয়ের লাইনআপ থেকে বাদ দেওয়ার অনুরোধ জানানো হয়। চিঠিটি ফাঁস হওয়ার পর সঙ্গীত অঙ্গনে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়, যদিও নীক্যাপ নির্ধারিত সময় অনুযায়ী পারফর্ম করে।

চিঠির স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন ডুয়া লিপার এজেন্ট ও ডব্লিউএমই ট্যালেন্ট এজেন্সির প্রতিনিধি ডেভিড লেভি। দ্য মেইল অন সানডে-র এক প্রতিবেদনে সঙ্গীত শিল্পের একটি সূত্র জানায়, ডুয়া লিপার ফিলিস্তিনপন্থী অবস্থান তার এজেন্টের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে।

সূত্রটি জানায়, “ডুয়া লিপা মনে করেন, তার এজেন্ট গাজায় ইসরায়েলের যুদ্ধ এবং ফিলিস্তিনিদের প্রতি ভয়াবহ আচরণের সমর্থক। চিঠিতে স্বাক্ষর করে তিনি তা স্পষ্ট করেছেন।”

এদিকে, লেবাননের হিজবুল্লাহ এবং ফিলিস্তিনের হামাসকে সমর্থনের অভিযোগে নীক্যাপ ব্যান্ড তীব্র সমালোচনার মুখে পড়ে, যদিও ব্যান্ডটি এসব অভিযোগ অস্বীকার করেছে।

ব্যান্ডের সদস্য লিয়াম অগ ও মো চারা নামে পরিচিত হান্নাইদ গত নভেম্বরে একটি পারফর্মেন্সে হিজবুল্লাহর পতাকা প্রদর্শনের অভিযোগে যুক্তরাজ্যে সন্ত্রাসবাদের মামলায় অভিযুক্ত হন। মামলাটি চলতি মাসের শেষ পর্যন্ত স্থগিত রয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে গ্লাস্টনবেরি ফেস্টিভ্যাল ও সঙ্গীত অঙ্গনে রাজনৈতিক মতাদর্শের প্রভাব নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন