Logo
Logo
×

বিনোদন

শিল্পা-রাজের বিরুদ্ধে ৬০ কোটির প্রতারণা মামলা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০১:৫০ পিএম

শিল্পা-রাজের বিরুদ্ধে ৬০ কোটির প্রতারণা মামলা

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী রাজ কুন্দ্রা

বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি ও তার স্বামী ব্যবসায়ী রাজ কুন্দ্রার বিরুদ্ধে ৬০ কোটিরও বেশি টাকার প্রতারণা মামলায় লুক আউট সার্কুলার (এলওসি) জারি করতে যাচ্ছে মুম্বাই পুলিশ। 

শুক্রবার (৫ সেপ্টেম্বর) এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানান, দম্পতি প্রায়ই বিদেশ ভ্রমণ করেন। যাতে তারা দেশ ছেড়ে যেতে না পারেন এবং তদন্ত নির্বিঘ্নে সম্পন্ন হয়, সে জন্যই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

গত ১৪ আগস্ট মুম্বাই পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডব্লিউ) শিল্পা-রাজের বিরুদ্ধে ৬০ দশমিক ৪৮ কোটি রুপির প্রতারণার মামলা দায়ের করে। 

অভিযোগে বলা হয়, তারা একজন অজ্ঞাত ব্যক্তির সহযোগিতায় ৬০ বছর বয়সী ব্যবসায়ী দীপক কোঠারিকে বিপুল অঙ্কের আর্থিক ক্ষতির মুখে ফেলেছেন। মামলায় শিল্পা শেঠি, রাজ কুন্দ্রা এবং তাদের কোম্পানি বেস্ট ডিল টিভি প্রাইভেট লিমিটেডকে জড়িত করা হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

অভিযোগকারী দীপক কোঠারি, যিনি লোটাস ক্যাপিটাল ফিনান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের পরিচালক, জানিয়েছেন—রাজ কুন্দ্রার সঙ্গে পরিচয়ের পর একটি লোন-কাম-ইনভেস্টমেন্ট ডিলে তিনি ৬০ কোটিরও বেশি রুপি বিনিয়োগ করেন। তাকে প্রতি মাসে রিটার্ন দেওয়ার পাশাপাশি আসল অর্থ ফেরতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু পরবর্তীতে সেই প্রতিশ্রুতি রক্ষা হয়নি।

অন্যদিকে শিল্পা শেঠি ও রাজ কুন্দ্রার আইনজীবী প্রশান্ত পাটিল এক বিবৃতিতে অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, এটি একটি পুরনো আর্থিক লেনদেন, যার সঙ্গে কোনো অপরাধ জড়িত নয়। তার ভাষায়, এখানে কোনো ক্রিমিনাল মামলা নেই। ইওডব্লিউ’র তদন্ত চলাকালীন অডিটররা সব নথি, ক্যাশ ফ্লো স্টেটমেন্টসহ জমা দিয়েছেন। যেটিকে ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট বলা হচ্ছে, সেটি আসলে একটি ইকুইটি ইনভেস্টমেন্ট।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন