Logo
Logo
×

বিনোদন

তিস্তায় নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৭ পিএম

তিস্তায় নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন

ছবি-যুগের চিন্তা

কুড়িগ্রামের উলিপুরে তিস্তা নদীতে ৩ দিনব্যাপী গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

গত বৃহস্পতিবার বিকেলে উপজেলায় বজরা ইউনিয়নে এলাকাবাসী ও চর বজরা পাকার মাথা যুব সংঘের আয়োজনে নৌকা বাইচ প্রতিযোগিতা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মতিয়ার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাফা গ্রুপের চেয়ারম্যান ও বায়ান্নর আলো পত্রিকার প্রকাশক আব্দুস সোবহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম সরদার ও সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম। বক্তব্য রাখেন, বজরা ইউপি সদস্য এমদাদুল হক, রফিকুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।


আয়োজক কমিটির সদস্য হবিবর, মানিক, শাজাহান, মঞ্জু, রেজাউল, ইমদাদুল মেম্বার ও নয়ামিয়া জানান, প্রথমবারের মতো এখানে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পৃষ্ঠপোষকতা পেলে প্রতিবছর এ ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করার প্রবল ইচ্ছা প্রকাশ করেন। প্রত্যন্ত এলাকার গ্রামীন মানুষের বিনোদনের অন্যতম একটি মাধ্যম হচ্ছে, এ নৌকা বাইচ প্রতিযোগিতা।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী নৌকাগুলো হচ্ছে, মায়ের দোয়া, পাগলা বাবা, দুরন্ত চিতা, রাজলক্ষী, ময়ূরপক্খী, ভাই ভাই বজরা, সাত ভাই, মায়ের দোয়াসহ মোট ১২ টি নৌকা।

নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে কাশিমবাজার এলাকায় হাজার হাজার দর্শকের সমাগম ঘটে তিস্তার তীরেদীর্ঘদিন পরে তাদের এলাকায় গ্রাম বাংলার ঐতিহ্য বাহী নৌকা বাইচ খেলা দেখে বেশ অভিভূতআনন্দিত হনতারা প্রতিবছর এরকম প্রতিযোগিতা আয়োজনের জোর দাবি জানান। হরিপুর মাওলানা ভাসানী তিস্তা সেতুর উত্তর-পশ্চিম দিকে এই নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন হয়।

উল্লেখ্য, প্রতিযোগিতায় ১২টি দলের ১২ টি নৌকা নিয়ে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ৬ সেপ্টেম্বর।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন