Logo
Logo
×

বিনোদন

পরীমণির বাসায় রাজ, সম্পর্কের বরফ গলছে কি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৪, ০৮:০৯ পিএম

পরীমণির বাসায় রাজ, সম্পর্কের বরফ গলছে কি

পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ

ঢালিউডের চিত্রনায়ক পরীমণি ও চিত্রনায়ক শরিফুল রাজ ভালোবেসে বিয়ে করেন। ২০২২ সালের ১০ আগস্ট তাদের সংসারে প্রথম পুত্র সন্তানের জন্ম হয়। কিন্তু রাজ-পরীর সেই সুখের সংসার টেকে মাত্র দুই বছর। 

গত বছরের সেপ্টেম্বরে বিচ্ছেদের পথে হাঁটেন ঢালিউডের আলোচিত এই দম্পতি। এরপর থেকে সন্তান পূণ্যকে নিজের কাছেই রেখেছেন পরীমণি। বিচ্ছেদের পরেও ছেলের কোনো খোঁজ নেননি বাবা শরিফুল রাজ, এমনটাই জানিয়েছেন অভিনেত্রী। 

তবে সম্প্রতি পরী-রাজের মধ্যকার দৃশ্যপট পাল্টেছে। মাসখানেক ধরে পরীমণির বাসায় শরিফুল রাজের যাতায়াত হচ্ছে। এদিকে রাজও সামাজিক মাধ্যমে পরীমণিকে নিয়ে কথা বলেছেন। এরপরই শোবিজাঙ্গনে এই জুটিকে নিয়ে নানা গুঞ্জন ভেসে বেড়াচ্ছে।

সম্প্রতি এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে রাজ বলেন, অনেক মায়েদের পরীর থেকে অনেক কিছু শেখার আছে। ও যেভাবে আমার ছেলেকে আদর-যত্ন করে তাতে রাজ্য একদিন তার মাকে নিয়ে প্রাউড ফিল করবে। আমার ছেলে এখন অনেক ছোট সে আমার জীবনের গুরুত্বপূর্ণ একজন। আমার কাছে মনে হয় ও ঠিকঠাক ভালো একটা জায়গায় আছে। আমি চাইবো ও যেভাবে আছে আরও ভাল থাকুক সুস্থ থাকুক।

এবার এক সংবাদমাধ্যমে কথা বলেছেন পরীমণি। জানিয়েছেন, কিছুদিন আগে রাজ তার বাসায় এসেছেন। একসঙ্গে বসে খাওয়া-দাওয়া করেছেন।  

পরী বলেন, ‘আমার বাসায় তার গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র ছিল। সেগুলো এসে নিয়ে গেছে। আমি রান্না করেছিলাম, সবাই মিলে একসঙ্গে খাওয়া-দাওয়া করেছি। এই আর কি।’ 

এই নায়িকা জানান, বাসায় এসে ছেলে পূণ্যর সঙ্গে দেখা হয়েছিল রাজের। কিন্তু বাবাকে চিনতে যেন একটু সময়ই লেগেছে পূণ্যর। 

পরীর কথায়, ‘পূণ্যর সঙ্গে দেখা হয়েছে রাজের। তবে বাবা হিসেবে রাজকে চিনতে সময় লেগেছে ছেলের। এটা রাজের জন্যই নির্মম।’

রাজের বাসায় আসায় পরীমণির সঙ্গে সম্পর্কে বরফ গলছে কি না এমন প্রশ্নে অভিনেত্রীর সাফ উত্তর, ‘বাসায় ঢুকতে চাইলে তো আর না করতে পারেনি। হাজার হলেও সে আমার সন্তানের বাবা। তবে তার প্রতি আমার ঘৃণা রয়েছে। সে আমার জীবনে অতীত।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন