‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ দিয়েই ফিরছেন জনি ডেপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১২:৪৪ পিএম
ছবি- সংগৃহীত
জনি ডেপ ও অ্যাম্বার হার্ডের মধ্যকার আইনি দ্বন্দ্ব ২০২২ সালে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেই ঘটনার পরপরই ডিজনি তাদের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ থেকে জনি ডেপকে বাদ দেয়। তবে সাম্প্রতিক সময়ে আশার আলো দেখা যাচ্ছে—এই সিরিজের ষষ্ঠ কিস্তিতে হয়তো আবার দেখা যেতে পারে ক্যাপ্টেন জ্যাক স্প্যারো চরিত্রে জনি ডেপকে।
২০০৩ সালে ‘দ্য কার্স অব দ্য ব্ল্যাক পার্ল’ দিয়ে যাত্রা শুরু করে ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’। এরপর ধারাবাহিকভাবে আরও চারটি সিনেমা মুক্তি পায়, যেখানে প্রতিবারই জনি ডেপ ছিলেন কেন্দ্রীয় চরিত্রে। তার অনবদ্য অভিনয় এই চরিত্রকে বিশ্বজুড়ে জনপ্রিয় করে তোলে।
সিরিজের প্রযোজক জেরি ব্রুকহেইমার সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, ষষ্ঠ পর্বে জনি ডেপের ফিরে আসার সম্ভাবনা রয়েছে। ২০০৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত মুক্তিপ্রাপ্ত পাঁচটি সিনেমা বিশ্বব্যাপী ৪.৫ বিলিয়ন ডলারের বেশি আয় করেছে। এর মধ্যে ‘ডেড ম্যানস চেস্ট’ (২০০৬) এবং ‘অন স্ট্রেঞ্জার টাইডস’ (২০১১) এক বিলিয়ন ডলারের বেশি আয় করে রেকর্ড গড়ে।
মূলত ২০১৭ সালেই ষষ্ঠ পর্ব নির্মাণের পরিকল্পনা ছিল। কিন্তু ২০১৮ সালে অ্যাম্বার হার্ড জনি ডেপের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ আনেন, যা আইনি ও সামাজিকভাবে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। এর ফলে হলিউডের অনেক নির্মাতা তার সঙ্গে কাজ করতে অনিচ্ছা প্রকাশ করেন এবং ডিজনি তাকে ফ্র্যাঞ্চাইজি থেকে বাদ দেয়।
তবে সময়ের সঙ্গে পরিস্থিতি বদলেছে। ভক্তদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে হয়তো আবারও জনি ডেপকে দেখা যাবে সমুদ্রের দুর্ধর্ষ জলদস্যু হিসেবে।



