কবরে ছয়টি জলজ্যান্ত সাপ আমার ওপরে ছাড়া হয়েছিল : তৌসিফ মাহবুব
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ১০:১৩ এএম
ছবি- সংগৃহীত
ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুব কবরে শুয়ে আছেন, চারপাশে সাপের উপস্থিতি। এরকমই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। জানা গেছে, এটি নির্মাতা ভিকি জাহেদ ফিরছেন নতুন নাটক ‘খোয়াবনামা’র শুটিংয়ের ভিডিও।
এই নাটকে জুটি বেঁধেছেন জনপ্রিয় দুই তারকা তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। এতে কাজ করা কঠিন ছিল বলেই জানিয়েছেন তৌসিফ মাহবুব।কবরে রাত ৩টার সময় শুতে হয়েছে তাকে। এমনকি জলজ্যান্ত সাপকে ছেড়ে দেওয়া হয়েছে তার ওপরে।
তৌসিফ বলেন, ‘ছয়টি জলজ্যান্ত সাপ আমার ওপরে ছেড়ে দিয়েছে এবং সবচেয়ে ভয়ংকর জিনিস হচ্ছে যে, একসঙ্গে অনেকগুলো ভয় জয় করতে হয়েছে। মানুষের সবচেয়ে বড় ভয় মরে যাওয়া, মৃত্যুর ভয়। আমি একটা লাশ হয়ে কবরে শুয়েছি। তখনই একটা ফিল হয়েছিল যে আমরা যদি কখনো লাশ হয়ে যাই তাহলে কেমন হতে পারে?
শুটিংয়ের ভয়াবহ অভিজ্ঞতা শেয়ার করে তৌসিফ বলেন, ‘তার ওপরে ৬টি সাপ ছেড়ে দেওয়া হয়। কোনোটা মুখের ওপর দিয়ে যাচ্ছিল, কোনটা বুকের ওপর দিয়ে, কোনোটা ঘাড়ের ওপরে।যদি কেউ আক্রমণও করে ফেলে তাহলেও আমাকে রক্ষা করার উপায় নেই। ’
শুটিংয়ে সাপ ছিল না, গ্রাফিকস দিয়ে এমন দৃশ্য করা হয়েছে, এই ধরনের মন্তব্যের প্রেক্ষিতে তৌসিফ আরো বলেন, ‘অনেকেই বলছে এটা গ্রাফিকস। কোনো সাপ নেই। তবে সত্যিকারের সাপ দিয়েই আমাদের শুটিং হয়েছে। আমার কাছে ভিডিও আছে। আপনারা চাইলে আপ দিয়ে দেব সেটা।’



