শাকিব খানের জন্য সুইসাইড করতে যাচ্ছিলেন মিষ্টি জান্নাত!
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১০:৩৩ এএম
ছবি- সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী মিষ্টি জান্নাত গত মাসের শেষ দিকে হারিয়েছেন তার প্রিয় বাবা। বাবার মৃত্যুতে তিনি ভেঙে পড়েছেন মানসিকভাবে, এবং এখনো সেই শোক কাটিয়ে উঠতে পারেননি। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই বাবার স্মৃতিচারণ করে আবেগঘন পোস্ট দিচ্ছেন তিনি।
তবে এই শোকের মুহূর্তেও কিছু বিভ্রান্তিকর মন্তব্য ও গুজব তাকে আরও বেশি কষ্ট দিচ্ছে। সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শাকিব খানের সঙ্গে একটি ছবি পোস্ট করে মিষ্টি জান্নাত জানান, বাবার মৃত্যুতে তার মন খারাপ থাকলেও কিছু মানুষ ভুল ব্যাখ্যা দিচ্ছেন। কেউ কেউ দাবি করছেন, তিনি নাকি শাকিব খানের জন্য কষ্ট পাচ্ছেন!
তিনি আরও জানান, বাবার মৃত্যুতে শাকিব খানসহ মিডিয়ার অনেকেই তাকে সান্ত্বনা দিয়েছেন, কিন্তু তিনি মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছেন যে কারও সঙ্গে যোগাযোগ করার মতো অবস্থায় নেই।
বিভ্রান্তিকর মন্তব্যের প্রতিবাদ জানিয়ে মিষ্টি বলেন: “আমি বাবাকে নিয়ে স্ট্যাটাস দেই, আর তারা বলে আমি নাকি শাকিবের জন্য সুইসাইড করতে যাচ্ছি! এসব ফালতু মন্তব্য, নিউজ, ব্লগ বন্ধ করুন। মিডিয়ার সবার সঙ্গে আমার ভালো সম্পর্ক আছে। কিছু মানুষ হিংসার কারণে এসব করছে, কারণ আমি তাদের থেকে বেশি সুন্দর, যোগ্য এবং মানসম্পন্ন।”
তিনি জানান, এসব অপপ্রচারের প্রমাণ সংরক্ষণ করেছেন এবং প্রয়োজনে আইনি পদক্ষেপ নেবেন। শাকিব খানের সঙ্গে ছবি থাকা নিয়ে বারবার প্রশ্ন তোলা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এরপর ‘তুই আমার রানী’, ‘আমার প্রেম তুমি’, ‘চিনিবিবি’সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন তিনি। গত বছর শাকিব খানের সঙ্গে বিয়ের গুঞ্জন উঠলেও সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি তা অস্বীকার করেন।



