Logo
Logo
×

বিনোদন

শাকিব খান কি সত্যিই ‘মেজর সিনহা’ হচ্ছেন!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১০:১০ এএম

শাকিব খান কি সত্যিই ‘মেজর সিনহা’ হচ্ছেন!

ছবি- সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খান যুক্তরাষ্ট্রে অবকাশ যাপন শেষে দেশে ফিরছেন আগামী সপ্তাহে। ফিরেই সেপ্টেম্বর থেকে শুরু করবেন নতুন একটি ছবির শুটিং, যা পরিচালনা করবেন বিজ্ঞাপন ও নাটক নির্মাণে খ্যাত সাকিব ফাহাদ। এটি হতে যাচ্ছে পরিচালক ফাহাদের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।

প্রথমদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশিত হয়, শাকিব খান হয়তো ২০২০ সালের আলোচিত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খানের চরিত্রে অভিনয় করবেন। তবে  জানা গেছে, শাকিব খান সরাসরি কোনো সেনা কর্মকর্তার চরিত্রে অভিনয় করছেন না। বরং তিনি পর্দায় হাজির হবেন একজন সাবেক রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার দক্ষ এজেন্ট হিসেবে, যিনি দেশের হয়ে একের পর এক ঝুঁকিপূর্ণ ও রোমাঞ্চকর অপারেশন সফলভাবে সম্পন্ন করেন।

ছবির গল্পে থাকবে বাস্তব ঘটনার ছোঁয়া, সঙ্গে নাটকীয়তা, মানবিক আবেগ ও দেশপ্রেমের মিশ্রণ। তুলে ধরা হবে চরিত্রটির চাকরি জীবনের নানা দিক এবং দেশের রাজনৈতিক প্রেক্ষাপট। থাকবে উত্তেজনাপূর্ণ অ্যাকশন দৃশ্য, যা বড় পর্দায় নতুন মাত্রা যোগ করবে।

নতুন এই প্রকল্পের জন্য ইতোমধ্যে সব ধরনের সরকারি অনুমোদন নেওয়া হয়েছে। ছবির অধিকাংশ শুটিং হবে থাইল্যান্ডে, এরপর বাংলাদেশে। নির্মাণে যুক্ত থাকছেন বলিউড ও দক্ষিণ ভারতের অভিজ্ঞ টেকনিক্যাল টিম। শাকিব খানের বিপরীতে অভিনয় করবেন ছোটপর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী, যদিও এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি।

পরিচালক সাকিব ফাহাদ জানিয়েছেন, “ছবিটি সত্য ঘটনা অবলম্বনে হলেও কাহিনিতে থাকবে নাটকীয়তা। দেশপ্রেম, অ্যাকশন এবং আবেগ—সব মিলিয়ে এটি হবে একটি শক্তিশালী গল্পের ছবি।”

জানা গেছে, ছবির শুটিং শুরু হবে সেপ্টেম্বর মাসে এবং মুক্তি পাবে ডিসেম্বরেই বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, কানাডা ও মধ্যপ্রাচ্যে একযোগে।

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন