Logo
Logo
×

বিনোদন

বাবা হারালেন সংগীতশিল্পী আতিফ আসলাম

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ০৯:৪০ এএম

বাবা হারালেন সংগীতশিল্পী আতিফ আসলাম

ছবি- সংগৃহীত

পাকিস্তান ও উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলামের পিতা মোহাম্মদ আসলাম আর নেই। মঙ্গলবার (১২ আগস্ট) লাহোরে ৭৭ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। পরিবার সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি এবং কয়েক মাস আগে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

আতিফ আসলাম নিজেই সামাজিক মাধ্যমে বাবার মৃত্যুর খবর শেয়ার করেন। ইনস্টাগ্রামে এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, “আমার আয়রন ম্যানকে শেষ বিদায়। ভালোবাসায় বিশ্রাম নাও, আবু জি।” তিনি ভক্তদের পরিবারের জন্য দোয়া করার অনুরোধও জানান।

মোহাম্মদ আসলামের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে আতিফের পরিবারে। শোবিজ অঙ্গনের সহশিল্পী, ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা সামাজিক মাধ্যমে শোকবার্তা জানাচ্ছেন। অভিনেত্রী নাদিয়া আফগান, গায়িকা নাটাশা বাইগসহ অনেকেই আতিফকে সমবেদনা জানিয়েছেন।

আজ বুধবার (১৩ আগস্ট) বিকেলে লাহোরের ভ্যালেন্সিয়া টাউনে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও ভক্তরা সেখানে উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানাবেন।আতিফ আসলাম ২০০০-এর দশকের শুরুতে ‘জলপারি’ অ্যালবামের মাধ্যমে সংগীতজগতে আত্মপ্রকাশ করেন। এরপর বলিউড, কোক স্টুডিওসহ নানা আন্তর্জাতিক মঞ্চে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। বাংলাদেশেও একাধিকবার কনসার্টে অংশ নিয়েছেন এই শিল্পী।

আরএস/ 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন