বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে সন্তান জন্মের পর থেকে রুপালি পর্দায় খুব একটা দেখা যায়নি। ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবির পর থেকে তিনি ছিলেন আড়ালে। গত বছরের সেপ্টেম্বরে কন্যাসন্তানের জন্মের পর দীপিকা অভিনয় থেকে কিছুটা বিরতিতে ছিলেন।
সম্প্রতি কাজে ফিরলেও, দিনে মাত্র ৮ ঘণ্টা কাজের শর্তে বলিউডে নতুন আলোচনার জন্ম দিয়েছেন দীপিকা পাড়ুকোন। এরই মধ্যে জানা গেছে, তিনি ‘দ্য ইন্টার্ন’-এর হিন্দি রিমেক থেকে সরে দাঁড়িয়েছেন। ২০১৫ সালের হলিউড ছবিটির হিন্দি সংস্করণে অ্যানি হাথওয়ের চরিত্রে দীপিকার অভিনয়ের কথা ছিল।
ছবিটি একজন উদ্যোক্তা নারীর গল্প নিয়ে নির্মিত হচ্ছে, যেখানে ‘ইন্টার্ন’ চরিত্রে প্রথমে ছিলেন ঋষি কপূর। তার মৃত্যুর পর সেই জায়গায় যুক্ত হন অমিতাভ বচ্চন। নানা কারণে শুটিং পিছিয়ে যাওয়ায় দীপিকা এখন এই প্রজেক্ট থেকে সরে দাঁড়াচ্ছেন।
শুধু অভিনেত্রী হিসেবে নয়, এই ছবির প্রযোজক হিসেবেও যুক্ত ছিলেন দীপিকা। তার ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি আপাতত অভিনয়ের চেয়ে প্রযোজনায় বেশি মনোযোগ দিতে চান এবং নতুন গল্পের পরিকল্পনায় সময় দিতে চান। ফলে ছবিটির জন্য নতুন মুখ খোঁজা শুরু হয়েছে।
মাতৃত্বের পর দীপিকা নিজেকে বলিউডে নতুন ভূমিকায় দেখতে চাইছেন। তার পরিকল্পিত পাঁচটি কাজের প্রথম ধাপ ছিল ‘দ্য ইন্টার্ন’। তিনি এমন গল্প নির্মাণ করতে চান যা আন্তর্জাতিক দর্শকদের কাছে গ্রহণযোগ্য হবে। তবে দীপিকার ভক্তদের জন্য রয়েছে আনন্দের খবর—শিগগিরই শাহরুখ খানের সঙ্গে ‘কিং’ ছবিতে দেখা যাবে তাকে। পাশাপাশি ‘কল্কি ২৮৯৮ এডি’-এর দ্বিতীয় পর্বের শুটিংও শুরু হবে।



