ছবি- সংগৃহীত
গত কয়েক বছর ধরে বলিউড ভাইজান সালমান খানকে ঘিরে হুমকির ছায়া ঘনিয়েছে, বিশেষ করে লরেন্স বিষ্ণোই গ্যাং-এর দিক থেকে। সম্প্রতি প্রকাশিত একটি অডিও ক্লিপে সরাসরি হুমকি দেওয়া হয়েছে প্রযোজক ও পরিচালকদের—সালমানের সঙ্গে কাজ করলে তার ফল ভোগ করতে হবে নিজ দায়িত্বে। এমনকি সতর্কতা উপেক্ষা করলে একে-৪৭ দিয়ে গুলি চালানোর হুমকিও দেওয়া হয়েছে।
এই ঘটনার পরপরই সালমানের আসন্ন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’-এর মুম্বাই সেট ভেঙে ফেলার খবর সামনে আসে। পরিচালক অপূর্ব লাখিয়া জানিয়েছেন, আপাতত মুম্বাইয়ে শুটিং অনির্দিষ্ট সময়ের জন্য বন্ধ রাখা হয়েছে।
তবে এই সিদ্ধান্তের পেছনে শুধুমাত্র নিরাপত্তাজনিত কারণ নয়, রয়েছে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। বলিউড সূত্রে জানা গেছে, আগস্ট ২২ থেকে সেপ্টেম্বর ৩ পর্যন্ত লাদাখে ছবির অ্যাকশন দৃশ্যের শুটিং হবে। ফলে এখনই শুটিং শুরু করলে সালমান খানের লুকে পরিবর্তন আসতে পারে, যা সিনেমার ধারাবাহিকতা নষ্ট করতে পারে। পরিচালক লাখিয়া চান না ‘কন্টিনিউটি’ ভুল হোক।
এই ছবির পটভূমি ২০২০ সালের ভারত-চীন সীমান্ত সংঘর্ষ। গালওয়ান উপত্যকায় ভারতীয় সেনা চীনা বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে লড়েছিল, যেখানে ২০ জন ভারতীয় সেনা প্রাণ হারান। ছবিতে সালমান খানকে দেখা যাবে কর্নেল বি সন্তোষ বাবুর চরিত্রে, যিনি সেই সংঘর্ষে নেতৃত্ব দিয়েছিলেন।
আরএস/



