ছবি- সংগৃহীত
নতুন এক ভালোবাসার গল্পে ভাসছে ভক্তদের হৃদয়। জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীবের প্রেম যেন রূপকথার মতোই! চলতি বছরের ফেব্রুয়ারিতে দীর্ঘ ১৩ বছরের সম্পর্ককে পরিণয়ে নিয়ে আসেন তারা, আর এখন সুখী দাম্পত্যে কাটছে তাদের সময়।
বিয়ের দিন ও আবেগঘন মুহূর্ত মেহজাবীন-রাজীবের বিয়ের দিনটি ছিল একেবারে স্মরণীয়—দৃষ্টিনন্দন সাজ, আবেগঘন মুহূর্ত, আর ভালোবাসায় ভরা চোখে চোখ রাখা। ভক্তদের কাছে এই দিনটি হয়ে উঠেছিল এক অনন্য আবেগের উৎস।
সম্প্রতি বলিউডে মুক্তি পাওয়া ‘সাইয়ারা’ সিনেমা দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে। গভীর প্রেমের গল্প নিয়ে নির্মিত এই ছবির প্রভাব পড়েছে বাংলাদেশেও। এক ভক্ত মেহজাবীন-রাজীবের প্রেমকে ‘সাইয়ারা’র গল্পের সঙ্গে তুলনা করে একটি ভিডিও তৈরি করেছেন, যেখানে রাজীবকে ‘সাইয়ারা’ হিসেবে উপস্থাপন করা হয়েছে।
মেহজাবীনের প্রতিক্রিয়া ভিডিওটি নজরে আসে মেহজাবীনের, আর তিনি তা শেয়ারও করেন নিজের টাইমলাইনে। ক্যাপশনে লেখেন, “AWW!”—তাতে স্পষ্ট, এই ভালোবাসার প্রকাশে তিনি ভীষণ উচ্ছ্বসিত।
আরএস/



