Logo
Logo
×

বিনোদন

দত্তক মেয়েকে কি ফিরিয়ে দিয়েছেন পরীমনি, দিলেন কড়া জবাব

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৫ পিএম

দত্তক মেয়েকে কি ফিরিয়ে দিয়েছেন পরীমনি, দিলেন কড়া জবাব

ঢাকাই সিনেমার আলোচিত-সমালোচিত নায়িকা পরীমনি। তার ব্যক্তিজীবন যেন খোলা খাতা। আবেগ-অনুভূতি, ভালো লাগা-ভালোবাসা অকপটে প্রকাশ করেন অভিনেত্রী। মনের জমানো ক্ষোভ–রাগ সবটাই প্রকাশ করেন অবলীলায়। অভিনেতা শরীফুল রাজের সঙ্গে প্রেম-বিয়ে, তারপর বিচ্ছেদ সবই হয়েছে প্রকাশ্যে।

বর্তমানে দুই সন্তান রাজ্য ও প্রিয়মকে নিয়েই তার সুখের সংসার। তাদের নিয়ে আনন্দে কাটছে এই অভিনেত্রীর জীবন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়াতে অনেকে দাবি করেছেন দত্তক নেয়া কন্যা প্রিয়মকে নাকি তার পরিবারের কাছে ফেরত দিয়েছেন পরী। এ নিয়ে বেশ ক্ষেপেছেন তিনি। তার ফেসবুকে লিখেছেন বিস্তারিত। তিনি লেখেন, ‘আমাদের সবার জীবনের আনাচে কানাচে অতি উৎসাহী লোকদের অভাব নেই। তাদের জীবনের সমস্ত অভাব পূরণ হয় অন্যের জীবন নিয়ে চর্চা করে। মনে রাখবেন, আমরা যারা শোবিজ অঙ্গনে কাজ করি তাদেরও ব‍্যক্তিগত জীবন খুব সাদামাটা, সাধারণ সবার মতোই। আমার তো একদমই তাই। ঘরের মধ্যে আমি চুলে একগাদা তেল মেখে আরাম করে ঘরের কাজ করতে থাকি।’

তিনি আরও লিখেছেন, ‘বাড়িতে বাচ্চাদের খাবার আমি রান্না করি (শারিরীক অসুস্থতা বা শুটিং এ না থাকলে)। বাচ্চাদের যাবতীয় কাজ আমি নিজের হাতেই করি। আর বাচ্চারা তো আমার জীবনে আসলই মাত্র তিন বছর হতে যাচ্ছে। কিন্তু এর আগে আমার নানা ভাইয়ের রান্না থেকে শুরু করে তার যাবতীয় কাজ আমি নিজের হাতেই করতাম। এটা আমার একান্ত ব্যক্তিগত জীবন।

কিন্তু কি অদ্ভুত ব্যাপার! পাবলিক ফিগার বলে পইপই করে জীবনের সব কিছু জানাতে হবে আজকে আমার! নেন জানেন। কিছুদিন ধরে খেয়াল করলাম কিছু অবাঞ্ছিত মানুষ আমার মেয়েকে নিয়ে খুব চিন্তিত। রীতিমত পোস্ট করছে আমাকে ট্যাগ করে, কমেন্ট করছে আমার পোস্টে যে, ‘আপনার দত্তক মেয়েকে তো দেখি না আর। কই সেই দত্তক মেয়ে! এরকম নানান ধরনের কথা আর কি। ভাই, প্রথমত মেয়েটা আমার মেয়ে। কথায় কথায় দত্তক দত্তক বলে এদের কি মজা লাগে আমি সত্যিই বুঝি না।’

দত্তক শব্দটা ক‍্যাপশন দিয়ে ভিউ ব্যবসা চলছে দাবি করে পরীমনি লিখেছেন, ‘আমি এটাও খেয়াল করেছি আমার মেয়ের ছবি/ ভিডিও দিলেই কিছু মাথামোটা লোকজন কন্টেন্ট পেয়ে যায়। দত্তক শব্দটা দিয়ে একটা ক‍্যাপশন দেয় আর ভিউ ব্যবসা শুরু করে। আমার মেয়ে কোনো বিজনেস এলিমেন্ট না এটা একদম ভালো মতো বুঝে নেন এখন থেকে। আমার ইচ্ছে হলে আমি আমার বাচ্চাদের ছবি দেবো না ইচ্ছে হলে দেবো না। এই সিম্পল কথাটা মাথার মধ্যে ঢুকিয়ে ফেলেন আরামছে। এই কমেন্টে কমেন্টে আমার বাচ্চাদের খুঁজবেন না আর। আমি আমার বাচ্চাদের খালে ফালায়ে দিছি হিহিহি….. খুশি? হ‍্যাপি ফ্রেন্ডশিপ ডে। আমার সমস্ত শুভাকাঙ্ক্ষী, অনুসারীদের প্রতি আমার কৃতজ্ঞতা।’

অনেকদিন ধরেই নতুন কোনো সিনেমাতে দেখা যাচ্ছে না পরীমনিকে। শিগগিরই তিনি নতুন করে কাজে ফিরবেন বলে আশা করছেন তার ভক্ত অনুরাগীরা।

  

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন