Logo
Logo
×

বিনোদন

সব জল্পনা উড়িয়ে দিয়ে শাকিব খানের বাহুডোরে বুবলী, দেখুন ছবিতে

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৫, ০৭:১৬ পিএম

সব জল্পনা উড়িয়ে দিয়ে শাকিব খানের বাহুডোরে বুবলী, দেখুন ছবিতে

শাকিব খানকে নিয়ে দুই জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস আর শবনম বুবলীর কাড়াকাড়ি, দ্বন্দ্ব, ভার্চুয়াল যুদ্ধ নতুন কিছু নয়।

দুই নায়িকাই চান কিভাবে শাকিব খানের বেশি আপন হিসেবে নিজেকে প্রমাণ করা যায়।

May be an image of 1 person and grass

অপু বিশ্বাস অনেক সময় এমন এমন কথা বলেছেন, যাতে মনে হয়েছে বুবলীকে শাকিব খান বুঝি আর সহ্যই করতে পারেন না।

May be an image of 2 people and the Brooklyn Bridge

এমনকি বুবলীকে নিয়ে শাকিব খানের বিভিন্ন সাক্ষাৎকারের মন্তব্য, উল্টো দিকে শাকিব খানকে নিয়ে বুবলীর করা মন্তব্য- দুই মিলে অনেকে ভেবেই নিয়েছিলেন শাকিব খান আর বুবলীর সম্পর্ক কিছু অপু বিশ্বাসের মতো অতীত।

কিন্তু সকল জল্পনা কল্পনাকে উড়িয়ে দিয়ে আজ আমেরিকায় শাকিব খানের বাহুডোরে ধরা দিয়েছেন চিত্রনায়িকা শবনম বুবলী।

May be an image of 2 people, the Queensboro Bridge and the Brooklyn Bridge

আধ ঘণ্টা আগে শাকিব খানের সঙ্গে নিজের ও তার ছেলে বীরের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন বুবলী। তাতেই সব পরিষ্কার হয়ে গেছে।

কারণ বিচ্ছেদের অপু বিশ্বাসের সঙ্গে শাকিব খানের এমন ছবি কখনোই দেখা যায়নি। সন্তান জয়ের কারণে হয়তো দুজনের দেখা সাক্ষাৎ হয়েছে বিভিন্ন সময়, কিন্তু কখনোই শাকিব খানের বাহুডোরে দেখা যায়নি অপুকে। দেখা যাবেই বা কেন। দুজন তো এখন আইনগতভাবেই প্রাক্তন।

May be an image of 2 people, skyscraper and grass

তবে বুবলীর সঙ্গে যে শাকিব খানের বিবাহবন্ধন অটুট রয়েছে তা নিয়ে আর কোন সন্দেহ রইল না। সন্তান বীরকে নিয়েই একসঙ্গে ঘুরতে গিয়েছেন শাকিব-বুবলী দম্পতি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন