বন্ধু দিবস ২০২৫ উপলক্ষে একটি এক্সক্লুসিভ সংগ্রহ প্রদর্শন করতে চলেছে বাংলাদেশের অন্যতম পোশাক ব্র্যান্ড বিশ্বরঙ।
‘এই বিশেষ দিনটি উদযাপন করতে ব্র্যান্ডটি সকল গ্রাহকদের জন্য নতুন এবং ট্রেন্ডি ডিজাইনের পোশাক নিয়ে এসেছি, যা বন্ধুত্বের অমূল্য সম্পর্কের প্রতি শ্রদ্ধা জানাবে। তাদের সংগ্রহে রয়েছে একাধিক স্টাইলিশ, আরামদায়ক ও মানসম্পন্ন পোশাক, যা আপনাদের বন্ধুর সঙ্গে বিশেষ মুহূর্তগুলোকে আরও স্মরণীয় করে তুলবে।’
‘বিশ্বরঙের প্রতিটি পোশাকের নকশা ও ফ্যাব্রিক নির্বাচন করা হয়েছে সর্বোচ্চ মান বজায় রেখে, যাতে এটি শুধু ফ্যাশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, বরং দীর্ঘস্থায়ী ও আরামদায়ক হয়। বন্ধু দিবসের এই অনন্য উপলক্ষে গ্রাহকদের জন্য ৩০% ছাড় দিয়েছে।,’
উল্লেখ্য, বন্ধু দিবসের আয়োজন রয়েছে রঙ বাংলাদেশ এর ১৯টি আউটলেটেই। এছাড়াও ঘরে বসে কেনাকাটার জন্য রয়েছে ই-কমার্স সাইট এবং ফেসবুক পেজ । সারা দেশের যেকোনো প্রান্তে অনলাইন অর্ডারে থাকছে ক্যাশ অন ডেলিভারি সুবিধাসহ হোম ডেলিভারি সুবিধা।



