
প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০৫:৫০ পিএম
যুক্তরাষ্ট্রে ছেলেকে নিয়ে সময় কাটাবেন শাকিব-বুবলী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০১:৪৯ পিএম

ছবি- সংগৃহীত
ঢালিউড মেগাস্টার শাকিব খান সম্প্রতি ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্রে গিয়েছেন। শাকিব খানের সফরের প্রায় দুই সপ্তাহ পরেই ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে যুক্তরাষ্ট্রের পথে রওনা হন চিত্রনায়িকা শবনম বুবলী। বৃহস্পতিবার মা-ছেলের যাত্রা সম্পন্ন হয় বলে জানা গেছে।
শাকিব নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন, শেহজাদ এবং তার মা যুক্তরাষ্ট্রে আসছে। শেহজাদের কিছু প্রয়োজনীয় কাজ আছে, তার মায়েরও।
শাকিব আরও বলেন, যেহেতু আমি এখানেই আছি, বাবা-ছেলে কিছু সময় একসঙ্গে কাটাতে পারবো। প্রতিদিনের কর্মব্যস্ততায় সন্তানদের সময় দেয়া হয়ে ওঠে না। এবার শেহজাদকে কিছু সুন্দর স্মৃতি উপহার দিতে চাই।
আব্রাহামের প্রসঙ্গ টেনে তিনি যোগ করেন, যেভাবে আব্রাহামকে সময় দিয়েছিলাম, শেহজাদকেও সেভাবেই সময় দেবো। আমি সবার কাছে জনপ্রিয় তারকা হতে পারি, কিন্তু আব্রাহাম ও শেহজাদের কাছে আমি শুধু তাদের বাবা।
সূত্র মতে, বুবলী ও শেহজাদ কয়েক সপ্তাহ যুক্তরাষ্ট্রে অবস্থান করবেন। সেখানে থেকে বুবলী প্রয়োজনীয় কিছু কাগজপত্রের কাজও সেরে ফেলবেন। শাকিব যেহেতু যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারী, তাই তাকে বছরে নির্দিষ্ট সময় সেখানে থাকতে হয়। চলতি দেড় মাসের সফর শেষে আগস্টে তার দেশে ফেরার কথা রয়েছে।
আরএস/