
প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০৪:২১ এএম
বাবার যে উপদেশ শুনে আফসোস হলো সালমানের

অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৮ জুলাই ২০২৫, ০১:১১ পিএম

ছবি- সংগৃহীত
বলিউড ভাইজান সালমান খান সবসময়ই বাবার কথা গুরুত্ব দিয়ে শোনেন এবং তা বাস্তবে মেনে চলার চেষ্টা করেন। তার বাবা, বর্ষীয়ান চিত্রনাট্যকার ও প্রযোজক সেলিম খানের জীবনদর্শন সালমানের ব্যক্তিগত ও পেশাগত জীবনে গভীর ছাপ ফেলেছে।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে সালমান শেয়ার করেন তার বাবার এক মূল্যবান উপদেশ— “বর্তমান এক অপূর্ব উপহার। বারবার ভুল করলে তা অভ্যাসে পরিণত হয়, আর অভ্যাসটাই হয়ে ওঠে চরিত্র।” এই কথাগুলি শুনে খানিকটা আক্ষেপের সঙ্গে তিনি লেখেন, “যদি কথাগুলো আরও আগে শুনতাম! তবে এখনও সময় আছে।”
ভক্তদের মধ্যে এ পোস্টকে ঘিরে বিভিন্ন আলোচনা চলছে— কেউ বলছেন এটা ব্যক্তিগত অনুশোচনার প্রকাশ, আবার অনেকে ভাবছেন, সালমানের আত্মউপলব্ধির একখানা মুহূর্ত এটি।
পেশাগতভাবে সালমান খান এখন ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার প্রস্তুতিতে ব্যস্ত। সিনেমাটি ২০২০ সালের গালওয়ান উপত্যকার ভারত-চীন সংঘর্ষকে কেন্দ্র করে নির্মিত, পরিচালনায় আছেন অপূর্ব লাখিয়া। ছবিতে সালমানকে দেখা যাবে একজন সাহসী সৈনিকের ভূমিকায়, আর তার বিপরীতে থাকবেন চিত্রাঙ্গদা সিং।