Logo
Logo
×

বিনোদন

বিয়ের ৫ মাস পর হানিমুনে গেলেন মেহজাবীন-আদনান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৫:২৭ পিএম

বিয়ের ৫ মাস পর হানিমুনে গেলেন মেহজাবীন-আদনান

ছবি- সংগৃহীত

দীর্ঘ ১৩ বছরের প্রেমের সম্পর্কের সফল পরিণতি হিসেবে চলতি বছরের ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও নির্মাতা আদনান আল রাজীব। পাঁচ মাসের সুখী দাম্পত্য জীবনে ইতোমধ্যে একাধিকবার বিদেশ ভ্রমণ করেছেন তারা, যেগুলো ছিল কখনো কাজের তাগিদে, কখনো অবকাশ যাপনের আনন্দে।

তবে এবার জানা গেছে, হানিমুন উদযাপন করতে তারা পাড়ি দিয়েছেন ইতালির হৃদয়ছোঁয়া শহর লেইক কমোতে, যার প্রকৃতির সৌন্দর্য ও রোমান্টিক আবহ বিশ্বজুড়ে খ্যাত।

শনিবার নিজের ফেসবুক প্রোফাইলে লেইক কমোর মনমুগ্ধকর দৃশ্যপটে তোলা একাধিক ছবি শেয়ার করেছেন মেহজাবীন। ছবিগুলোর মধ্যে রয়েছে—কখনো নীল পোশাকে একা দাঁড়িয়ে শান্ত লেইকের পাড়ে, আবার কখনো রাজীবের কাঁধে মাথা রেখে একান্ত মুহূর্তে ডুবে থাকা একজোড়া প্রেমিক।

ছবির ক্যাপশনে মেহজাবীন লিখেছেন: “সব সময় শুনতাম, লেইক কমো হলো বিশ্বের সবচেয়ে রোমান্টিক জায়গাগুলোর একটি। এবার চোখে দেখলাম! যেন এক স্বপ্নের ভ্রমণ… আমরা ভাগ্যবান যে হানিমুনের কয়েকটি দিন এখানে কাটাতে পেরেছি। শান্ত, সুন্দর আর ছোট ছোট মুহূর্তে ভরা এই সময়গুলো কখনো ভুলব না।”

আরএস/ 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন