Logo
Logo
×

বিনোদন

শেফালির মৃত্যুর পর যে সিদ্ধান্ত নিলেন তার স্বামী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ০৩:২২ পিএম

শেফালির মৃত্যুর পর যে সিদ্ধান্ত নিলেন তার স্বামী

ছবি- সংগৃহীত

হঠাৎ না ফেরার দেশে চলে গেলেন ‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালি জারিওয়ালা। বলিউডে এক সময় আলোড়ন তোলা এই শিল্পীর মৃত্যু যেন সবকিছু ওলটপালট করে দিয়েছে তার স্বামী পরাগ ত্যাগীর জীবনে। প্রিয় মানুষকে হারিয়ে যেন গভীর শূন্যতার মধ্যে ডুবে আছেন তিনি। সেই অভাব কিছুতেই মেনে নিতে পারছেন না। প্রতিদিন শেফালিকে অনুভব করতে নিজের বাড়ির প্রতিটি দেয়ালে সাজিয়ে রেখেছেন তার অসংখ্য ছবি—যেন তার হাসি আর মুখাবয়বেই খুঁজে পাচ্ছেন শান্তি।

মাত্র ৪২ বছর বয়সেই পৃথিবী থেকে বিদায় নেন শেফালি। এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড অঙ্গন। হঠাৎ হৃদরোগ, না কি রক্তচাপজনিত কোনো জটিলতা—এ বিষয়ে নিশ্চিত হতে পারেননি চিকিৎসকেরা। তবে পরাগের কাছে এই শূন্যতা একেবারেই নিঃসহনীয়। খুব কষ্টে সামলাচ্ছেন নিজেকে, ফিরতে চাইছেন স্বাভাবিক জীবনে।

এক সাক্ষাৎকারে পরাগ জানান, ২৭ জুনের আগের সন্ধ্যায় ঘরের প্রতিটি কোণে শেফালির উপস্থিতি ছিল, অথচ পরদিন সকালেই সবকিছু বদলে যায়। তাঁর অনুপস্থিতি কিছুতেই গ্রহণযোগ্য হয়ে উঠছে না পরাগের কাছে। ছোট্ট সংসারে শুধু তিনজন ছিলেন—তিনি, শেফালি ও তাঁদের পোষা কুকুর সিম্বা। এখন সেই বাড়িটি যেন নিঃসঙ্গ, প্রাণহীন।

নিজের সামাজিক মাধ্যমে শেফালির সঙ্গে কাটানো মুহূর্তগুলো শেয়ার করছেন তিনি নিয়মিত। এক পোস্টে বাড়ির অভ্যন্তর থেকে একটি ছবি দিয়ে লিখেছেন, “আমি হয়তো তোমাকে জড়িয়ে ধরতে পারব না। কিন্তু তুমি আমার হৃদয়ে আছ, আমার চোখের সামনেই আছ। এই শূন্যতা মেনে নেওয়ার চেষ্টা করছি। আমার পরী চারপাশেই আছে। আমার শরীরের প্রতিটি কোষে তুমি আছো।” পাশাপাশি, প্রিয় স্ত্রীর জন্য সবার কাছে প্রার্থনার অনুরোধও জানিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন