Logo
Logo
×

বিনোদন

নিজ বাড়িতেই হেনস্তার শিকার, ভিডিও বার্তায় কান্নায় ভেঙে পড়লেন তনুশ্রী

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ২৪ জুলাই ২০২৫, ০৪:৫৩ পিএম

নিজ বাড়িতেই হেনস্তার শিকার, ভিডিও বার্তায় কান্নায় ভেঙে পড়লেন তনুশ্রী

একসময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী তনুশ্রী দত্ত আবারও আলোচনায় এসেছেন; তবে এবার কোনো সিনেমার কারণে নয়, বরং নিজের বাড়িতে ভয়াবহ হেনস্তার শিকার হয়ে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করে কান্নাজড়িত কণ্ঠে নিজের অসহায় অবস্থার কথা জানান তিনি। ভিডিওতে তাকে ভক্তদের উদ্দেশে সাহায্যের আবেদন জানাতেও দেখা গেছে।

‘আশিক বানায়া আপনে’ ও ‘গুড বয় ব্যাড বয়’-এর মতো ছবিতে ইমরান হাশমির বিপরীতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রী ২০১৮ সালে অভিনেতা নানা পাটেকরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনে আলোচনায় আসেন। এবার নিজ বাসাতেই নিগ্রহের শিকার হয়ে তিনি চরম বিপর্যস্ত।

ভিডিও বার্তায় তনুশ্রী বলেন, ‘নিজের বাড়িতেই আমি নির্যাতিত। আমি প্রতিনিয়ত হেনস্তার শিকার হচ্ছি। হতাশায় ভুগছি। বাধ্য হয়েই পুলিশে ফোন করেছি। আমায় থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করতে বলা হয়েছে। সত্যি বলতে আমার শরীরও একদম ভালো নেই।’

তিনি আরও জানান, ‘গত চার-পাঁচ বছর ধরে আমার উপর এই ধরনের অত্যাচার চালানো হচ্ছে। আমি কোনো কাজ ঠিকমতো করতে পারছি না। গোটা বাড়ি তছনছ হয়ে পড়ে রয়েছে। বাড়ির কাজের জন্য কাউকে রাখাও সম্ভব হচ্ছে না। সমস্ত কাজ আমাকেই করতে হয়।’

শুধু বাড়ির ভেতরে নয়, বাড়ির বাইরেও বিভিন্ন লোকজন এসে তাকে কটু মন্তব্য করে যাচ্ছে বলেও অভিযোগ তোলেন তনুশ্রী। সব মিলিয়ে ভীষণ হতাশা আর নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি।

তবে তার ওপর এই হেনস্তা চালানোর সুনির্দিষ্ট কারণ সম্পর্কে কিছু জানাননি অভিনেত্রী। বর্তমানে ভক্তরা সামাজিক মাধ্যমে তার পাশে থাকার বার্তা দিচ্ছেন এবং মানসিকভাবে শক্ত থাকার পরামর্শ দিচ্ছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন