এমন মৃত্যুই আমরা ডিজার্ভ করি, দেশটাকে এভাবেই চলতে দিচ্ছি : সালমান মুক্তাদির
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ০৯:৪৮ এএম
ছবি- সংগৃহীত
রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় দেশের জনমনে চরম শোকের ছায়া নেমে এসেছে।
মর্মান্তিক এ ঘটনায় শোবিজ অঙ্গনের অনেকেই গভীর শোক প্রকাশ করেছেন। প্রার্থনার পাশাপাশি কেউ কেউ সামাজিক দায়বদ্ধতা নিয়ে কথা বলছেন। কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদির তার ফেসবুক পোস্টে জানিয়েছেন নিজের ক্ষোভ ও বেদনার কথা। তিনি লিখেছেন, অনেক চেষ্টা করেও এই ঘটনার পর চুপ থাকা সম্ভব হচ্ছে না।
সালমান তার পোস্টে জানান, “এই দেশ অভিশপ্ত, আর সেই অভিশাপ আমরা নিজেরাই ডেকে এনেছি। প্রতিদিন আমরা যেভাবে নির্মাণ অনিয়ম, যানবাহনের অনিরাপত্তা, অব্যবস্থাপনা আর নিস্তব্ধতা নিয়ে বাঁচি—তা যেন আমাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে।”
তিনি আরও যোগ করেন, “আমরা চুপ থাকি, কারণ দুর্ঘটনাটি আমাদের সঙ্গে ঘটেনি। কিন্তু যেদিন সেটা আমাদের জীবনে ঘটে, আমরা শুধু কাঁদি। এরপর আবার পুরনো জীবনে ফিরে যাই।”
এই পোস্টে সালমান তুলে ধরেন সমাজের প্রচলিত নীরবতার সংস্কৃতি, যেখানে মানুষ অভ্যস্ত হয়ে পড়েছে মৌনতা আর অবহেলায়। তার মতে, আমাদের এই অভ্যস্ততা এক অভিশপ্ত চক্রে পরিণত হয়েছে, যেখানে কেউ আর বলে না, ‘এবার যথেষ্ট হয়েছে।’ অথচ অনেক দুর্ঘটনা আগে থেকেই প্রতিরোধযোগ্য ছিল।



