
প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০৬:০৭ পিএম
চমকের স্বামী আজমানের সাবেক প্রেমিকা মিষ্টি জাহানের ছবি ভাইরাল

অনলাইন ডেস্ক :
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ০৪:০১ পিএম

অভিনেত্রী রুকাইয়া জাহান চমক সম্প্রতি ৯ টাকা কাবিনে বিয়ে করে আলোচনার জন্ম দিয়েছেন। নতুন জীবনের আনন্দময় এ মুহূর্তে জানা গেলো নতুন খবর। চমকের স্বামী আজমান নাসির নাকি আগেও দুটি বিয়ে করেছিলেন। এমনকি আগের সংসারগুলোতে তার দুটি সন্তানও রয়েছে।
সংবাদমাধ্যম অনুযায়ী, ২০০৮ সালে প্রথম বিয়ে করেন চমকের স্বামী আজমান নাসির হয়। এর মাস খানেক পর স্টুডেন্ট ভিসায় স্ত্রী সামান্তা ইসলামকে নিয়ে লন্ডনে পড়াশোনা করতে যান তিনি। অর্থের যোগান না থাকায় শেষ পর্যন্ত পড়াশোনার পাঠ না চুকিয়েই দেশে ফেরেন তারা।
এরপর ২০১১ সালের নভেম্বরে তাদের ঘরে কন্যাসন্তানের জন্ম হয়। কিন্তু দাম্পত্যকলহ শুরু হলে ২০২০ সালের অক্টোবরে সামান্তার সঙ্গে ডিভোর্স হয় নাসিরের।
প্রথম সংসারে থাকাকালীন সময়েই নাসিরের জীবনে আসে এক মডেল। ওই মডেল এখন চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। সেই মডেল কাম-নায়িকার ‘ডেডবডি’ নামে একটি সিনেমা মুক্তিও পেয়েছে। সেই প্রেম অবশ্য বেশিদিন টেকেনি। নাসিরের অর্থনৈতিক অবস্থা ভালো না জানার পরেই কেটে পড়েন মডেল।
এদিকে, চমকও ২০১৪ সালের নভেম্বরে বিয়ে করেছিলেন। তার সাবেক স্বামীর নাম খান এইচ কবির। সেসময় তাদের কয়েকটি ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছিল। যদিও চমক দাবি করেছিলেন, ‘ছবির ছেলেটি তার প্রেমিক।’ ওই ঘটনার পর বেশ সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।