
প্রিন্ট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১২:৫৭ পিএম
স্টান্টম্যানদের জন্য স্বাস্থ্যবিমা চালু করলেন অক্ষয় কুমার

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০২৫, ০৯:৩৭ পিএম

ছবি : সংগৃহীত
বলিউডে দেশাত্মবোধক ছবির মুখ হয়ে উঠলেও এবার বাস্তব জীবনেও মানবিক উদ্যোগ নিয়ে আলোচনায় এসেছেন অভিনেতা অক্ষয় কুমার। সম্প্রতি একটি তামিল ছবির শুটিংয়ে স্টান্টম্যান রাজুর মৃত্যুর পর চলচ্চিত্র জগতে স্টান্ট পারফর্মারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে থাকে। সেই সংকট মোকাবেলায় এগিয়ে এসেছেন ‘খিলাড়ি’ খ্যাত এই অভিনেতা।
ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, অক্ষয় কুমার সারা ভারতের প্রায় ৬৫০ জন স্টান্টম্যান ও স্টান্টওম্যানের জন্য স্বাস্থ্য ও দুর্ঘটনা বিমা চালু করেছেন। স্টান্ট ম্যানেজার বিক্রম দহিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি ‘ধড়ক ২’, ‘জিগরা’, ‘গুঞ্জন সাক্সেনা’, ‘অন্তিম’-এর মতো ছবিতে কাজ করেছেন।
বিক্রম বলেন, “অক্ষয় স্যারের উদ্যোগে এখন স্টান্ট পারফর্মাররা অনেকটাই সুরক্ষিত। প্রত্যেকের জন্য স্বাস্থ্যবিমা ও দুর্ঘটনা বিমা করা হয়েছে। কেউ আহত হলে ৫ থেকে ৫.৫ লাখ টাকার ক্যাশলেস চিকিৎসা সুবিধা পাবেন।”
চলচ্চিত্রে স্টান্ট দৃশ্যের জন্য নিযুক্ত এই কর্মীরা দীর্ঘদিন ধরে ঝুঁকিপূর্ণ কাজ করলেও পর্যাপ্ত সুরক্ষা ও চিকিৎসা সুবিধা থেকে বঞ্চিত ছিলেন। অক্ষয়ের এই পদক্ষেপে তাদের নিরাপত্তা ও কল্যাণে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।