
প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০৮:৫৬ পিএম
বিয়ের ১১ বছর পরও কেন নিঃসন্তান জন আব্রাহাম!

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১১:৫৯ এএম

ছবি- সংগৃহীত
বলিউডের জনপ্রিয় অভিনেতা জন আব্রাহাম ও বিপাশা বসুর দীর্ঘ আট বছরের সম্পর্ক ছিল যা এক সময় ছিল আলোচনার কেন্দ্রে। তারা ছিলেন লিভ-ইন সম্পর্কে, কিন্তু শেষমেশ আলাদা হয়ে যান। এরপর জনের জীবনে আসেন প্রিয়া রাঞ্চল—a ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক, যিনি একজন ফিন্যানশিয়াল কনসালট্যান্ট।
২০১০ সালের এপ্রিল মাসে জন ও প্রিয়ার পরিচয় হলেও ২০১১ সালে তাদের সম্পর্কের সূচনা হয়। সম্পর্কের তিন বছরের মাথায় ২০১৪ সালে, জন তাকে একেবারে ব্যক্তিগতভাবে বিয়ে করেন। প্রায় এক দশকেরও বেশি সময় ধরে তাদের দাম্পত্যজীবন চললেও এখনও তারা নিঃসন্তান।
অনেকে জন-প্রিয়ার সন্তান না থাকার বিষয়টি নিয়ে কৌতূহলী হলেও জন জানান, তিনি কখনও সন্তান জন্মের বিষয়ে বিশেষ পরিকল্পনা করেননি। তার মতে, জীবনে কাজ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় এতটাই সময় নেয় যে সন্তান নিয়ে ভাবার সুযোগ হয়নি।তবে তিনি বাবা-মা হওয়াকে অস্বীকার করেননি। বরং বলেন—এই সিদ্ধান্তটা খুব পরিকল্পনা করে নেওয়া যায় না। অভিভাবক হতে প্রস্তুত থাকলেই সন্তান জন্মের বিষয়টি ভাবা উচিত। তিনি মনে করেন, যদি কারও মধ্যে আদর-যত্নে একটি জীবন গড়ে তোলার ইচ্ছা থাকে, তখনই সেই সিদ্ধান্ত নেওয়া উচিত।
জন নিজের কিছু সীমাবদ্ধতা স্বীকার করে বলেন, প্রিয়া অত্যন্ত পরিণত ও মার্জিত একজন মানুষ। বলিউডের মতো জগতে একজন স্ত্রী যে পেছনে থেকে সবটা সামলাতে চান—এমন মানুষ পাওয়া সত্যিই কঠিন।
প্রিয়াকে তিনি প্রশংসার সঙ্গে বর্ণনা করেছেন এমন একজন, যিনি সবসময় ছায়ার মতো পাশে থেকেছেন।
আরএস/