Logo
Logo
×

বিনোদন

সিদ্ধার্থ-কিয়ারার ঘরে এলো কন্যা সন্তান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১০:৪২ এএম

সিদ্ধার্থ-কিয়ারার ঘরে এলো কন্যা সন্তান

ছবি- সংগৃহীত

বলিউডের জনপ্রিয় জুটি সিদ্ধার্থ মালহোত্রা ও কিয়ারা আদভানি বাবা-মা হয়েছেন এক কন্যাসন্তানের। ২০২৩ সালের ফেব্রুয়ারিতে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার পর, চলতি বছরের শুরুতেই তারা প্রথম সন্তানের আগমনসংক্রান্ত আনন্দঘন ঘোষণা দিয়েছিলেন।

জানা গেছে, মঙ্গলবার মুম্বাইয়ের রিলায়েন্স হাসপাতালে কিয়ারা স্বাভাবিক প্রসবের মাধ্যমে কন্যাসন্তানের জন্ম দেন। তবে এখনও পর্যন্ত এই দম্পতির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি আসেনি। ফেব্রুয়ারিতে ইনস্টাগ্রাম পোস্টে, সিদ্ধার্থ ও কিয়ারা ছোট শিশুর মোজার একটি ছবি শেয়ার করে লিখেছিলেন, “আমাদের জীবনের সেরা উপহার... শিগগিরই আসছে।” এটি থেকেই তাদের ভক্তদের মধ্যে জল্পনা শুরু হয়।

তাদের প্রেমের সূত্রপাত হয়েছিল একটি পার্টিতে আলাপের মধ্য দিয়ে এবং ‘শেরশাহ’ ছবির শুটিংয়ের সময় সম্পর্ক আরও গভীর হয়। সম্পর্ক নিয়ে কখনো প্রকাশ্যে কিছু বলেননি তারা, তবে ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানের জয়সলমীরে এক জাঁকজমকপূর্ণ আয়োজনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এই দম্পতির চলচ্চিত্র ক্যারিয়ারেও নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সিদ্ধার্থ মালহোত্রা আসছেন জাহ্নবী কাপুরের বিপরীতে‘পরম সুন্দরী’ নামে একটি রোমান্টিক কমেডিতে। অন্যদিকে, কিয়ারা আদভানি অভিনয় করছেন হৃতিক রোশন ও জুনিয়র এনটিআর-এর সঙ্গে ‘ওয়ার ২’ ছবিতে, যা ওয়াইআরএফের স্পাই ইউনিভার্সের অংশ এবং মুক্তি পাবে স্বাধীনতা দিবসে।

আরএস/


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন