
প্রিন্ট: ২৯ আগস্ট ২০২৫, ০৬:৫৩ পিএম
প্রথমবার মিউজিক ভিডিওতে বুবলী

অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১০:১৯ এএম

ছবি- সংগৃহীত
ঢাকাই চলচ্চিত্রের পরিচিত মুখ শবনম বুবলী এবার নতুন রূপে হাজির হচ্ছেন। দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে এবারই প্রথমবারের মতো মিউজিক ভিডিওতে কাজ করলেন তিনি।
‘ময়না’ নামের এই গানের ভিডিওটি নির্মাণ করেছেন তানিম রহমান অংশু, যার শুটিং সম্প্রতি শেষ হয়েছে বিএফডিসিতে।ভিডিওটি খুব শিগগিরই ‘গানচিল মিউজিক’-এর ব্যানারে প্রকাশিত হবে বলে জানা গেছে।
বুবলী জানান, এই মিউজিক ভিডিওর মধ্য দিয়ে দর্শকদের সামনে নতুন এক বুবলীর আগমন হতে চলেছে। আসলে নিজেকে নতুন রূপে দর্শকদের সামনে হাজির করতেই নতুন এক চ্যালেঞ্জ নিয়েছেন এই চিত্রনায়িকা।
অন্যদিকে, বুবলীর অভিনীত তিনটি সিনেমা এখন মুক্তির অপেক্ষায়। এগুলোর মধ্যে রয়েছে: ‘সর্দার বাড়ির খেলা’, ‘পিনিক’ ও ‘শাপলা শালুক’। প্রতিটি সিনেমায় নিজের চরিত্র নিয়ে আশাবাদী বুবলী। তার কথায়, “এই ছবিগুলোর মাধ্যমে দর্শক আমাকে একেবারেই নতুন এবং বৈচিত্র্যপূর্ণ চরিত্রে দেখতে পাবে।
আরএস/