Logo
Logo
×

বিনোদন

বোরকা পরে আদালতে অপু বিশ্বাস

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৮:৪৭ পিএম

বোরকা পরে আদালতে অপু বিশ্বাস

বোরকা পরে আদালতে হাজির হলেন চিত্র নায়িকা অপু বিশ্বাস। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে আদালত তার জামিন মন্জুর করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এনামুল হক নামের এক জনকে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর ভাটারা থানায় করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। আজ রোববার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করলে অপু বিশ্বাসের জামিন মঞ্জুর হয়। অপু বিশ্বাসের জামিনের খবরটি নিশ্চিত করেছেন তাঁর আইনজীবী আবুল বাশার।

তিনি বলেন, ‘আদালতপাড়ায় এমনিতে সব সময় অনেক মানুষ থাকেন। তারকারা যখন হঠাৎ সেখানে উপস্থিত হন, তখন উৎসুক মানুষের ভিড় অনেক বেড়ে যায়। এতে বিশৃঙ্খল পরিবেশও তৈরি হয়। তাই অনাকাঙ্ক্ষিত ভিড় এড়াতে আমি বোরকা পরেই আদালতে যাই। বোরকা পরার কারণে অনেকে শুরুতে বুঝতে পারেননি। তবে কিছুক্ষণ পর টের পান। ততক্ষণে আমার কাজও প্রায় শেষ হয়ে যায়। আমি আসলে নিজেও চাইছিলাম না,এই বিষয়ে কোনো কথা বলি। আমার আইনজীবী আছেন,তিনি এ বিষয়ে সব তথ্য সবাইকে দিয়েছেন।’

কথা প্রসঙ্গে অপু বিশ্বাস আরো জানালেন, ‘এমনিতে কোনো প্রয়োজনে যখন বাসার বাইরে যাওয়া হয়,তখনো আশপাশের পরিবেশ–পরিস্থিতির কথা ভেবে বোরকা পরিধান করি। যাতে নির্বিঘ্নে আমার প্রয়োজনীয় কাজটা সেরে আসতে পারি।’

অপুর আইনজীবী বাসার জানান, ভাটারা থানার একটি হত্যাচেষ্টা মামলায় অপু বিশ্বাস গত ২ জুন হাইকোর্ট থেকে ছয় সপ্তাহের আগাম জামিন পান। জামিনের মেয়াদ প্রায় শেষের দিকে। তাই উচ্চ আদালতের নির্দেশ মোতাবেক তিনি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত বৃহস্পতিবার সশরীর হাজির হয়ে জামিননামা দাখিল করেন। এরপর আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালতে আইনজীবীর মাধ্যমে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন অপু বিশ্বাস। শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় তাঁর জামিনের আবেদন মঞ্জুর করেন।

আবুল বাশার বলেন,‘পুলিশের চূড়ান্ত প্রতিবেদন দেওয়া পর্যন্ত এই জামিন কার্যকর থাকবে।’ আদালত সূত্রে জানা গেছে, আজ সকালে বোরকা পরে আদালতে হাজির হন অপু বিশ্বাস। এরপর জামিন আদেশ পাওয়ার পর তিনি বেড়িয়ে পড়েন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মামাসহ কয়েকজন নিকটাত্মীয়।

এর আগে এ মামলায় গত ১৮ মে গ্রেপ্তার হন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ২০ মে আদালত এ মামলায় তাঁকে জামিন দেন। মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এনামুল হক নামের একজনকে হত্যাচেষ্টার ঘটনায় ভাটারা থানায় একটি মামলা হয়। ওই মামলায় আসামি করা হয় অপু বিশ্বাস, আশনা হাবিব ভাবনা, নুসরাত ফারিয়া, অভিনেতা জায়েদ খানসহ ১৭ জনকে। এ ছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের সংশ্লিষ্ট ২৮৩ ওই মামলার আসামি। এ মামলায় ২০৮ নম্বর এজাহারভুক্ত আসামি অপু বিশ্বাস। সূত্র : অনলাইন

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন